গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।
গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
১১ ঘণ্টা আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
২ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৪ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগে