ভারতকে কাবু করার মাস্টারমাইন্ড কামিন্স
টসের সময় রবি শাস্ত্রী দুই দলের অধিনায়ককে এমনভাবে পরিচয় করিয়ে দিলেন, যেন আহমেদাবাদে ক্রিকেট নয়, কুস্তির ফাইনালে নেমেছেন রোহিত শর্মা ও প্যাট কামিন্স। শাস্ত্রীর বলার ধরনটা বেশ ভালোই লাগল অস্ট্রেলিয়া অধিনায়কের। টস জিতে মুচকি হাসি দিয়ে জানিয়ে দিলেন, তাঁর দল শুরুতে বোলিং করতে চায়।