২০২৩ বিশ্বকাপের ফাইনাল শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেলা আড়াইটায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
১০ ম্যাচের ১০টিতে জিতে এবারের ফাইনালে উঠেছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই তারা দুর্দান্ত। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি ও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শামি। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিল দারুণ শুরু এনে দিচ্ছেন। বিশেষ করে রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের মনে ভয় ধরিয়ে দিচ্ছেন। একাদশে টপ অর্ডারে রোহিত, গিল, কোহলি ও বোলিংয়ে শামির জায়গা নিয়ে কোনো সংশয় নেই। ব্যাটিং অর্ডারে ৪ নম্বরে খেলছেন শ্রেয়াস আয়ার। শুরুটা ভালো না হলেও সর্বশেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি।
রোহিত, গিল, কোহলি, আয়ারের পর ৫ নম্বরে ব্যাটিং করবেন লোকেশ রাহুল। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে দলের স্কোর বড় করতে দারুণ অবদান রাখছেন রাহুল। উইকেটরক্ষক হিসেবেও দুর্দান্ত। ৬ নম্বরে সূর্যকুমার যাদব। আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত রবীন্দ্র জাদেজা ব্যাটিং করবেন ৭ নম্বরে। বোলিংয়ে শামির পাশাপাশি জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবও দুর্দান্ত। উইকেট পেলেও মোহাম্মদ সিরাজ একটু খরুচে বোলিং করছেন। সেক্ষেত্রে সিরাজের পরিবর্তে রবীচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ভারত। অশ্বিন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার পর আর একাদশে সুযোগ হয়নি। যদি অশ্বিন সুযোগ পান, তাহলে তিন স্পিনার ও দুই পেসার থাকছেন ভারতের একাদশে। সেক্ষেত্রে ব্যাটিং গভীরতা একটু বাড়বে স্বাগতিকদের।
সেমিফাইনালের একাদশ নিয়েই অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড থাকছেন একাদশে। এরপর ৩ নম্বরে ব্যাটিং করবেন মিচেল মার্শ। ওয়ার্নার, মার্শ দুজনই ২টি করে সেঞ্চুরি করেছেন। আর হেড তো বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন। ৪ ও ৫ নম্বরে খেলবেন স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন। স্মিথ, লাবুশেন আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ঠিকই, তবে এক প্রান্ত ধরে খেলে ধীরে ধীরে রানের চাকা সচল রাখতে পারবেন তাঁরা। একই সঙ্গে তাঁদের দুর্দান্ত ফিল্ডিং তো রয়েছেই।
অস্ট্রেলিয়ার একাদশে ৬ নম্বরে এবারের বিশ্বকাপের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল খেলছেন। পাশাপাশি স্পিন বোলিংয়েও অবদান রাখতে পারেন তিনি। উইকেটরক্ষক হিসেবে থাকছেন জস ইংলিশ। আর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অ্যাডাম জাম্পা দুর্দান্ত খেলছেন। লেগ স্পিনে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন জাম্পা। অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—এই তিন পেসার খেলবেন একাদশে। কামিন্স এবারের বিশ্বকাপে চাপ সামলে দুটি ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করছেন।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
২০২৩ বিশ্বকাপের ফাইনাল শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেলা আড়াইটায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
১০ ম্যাচের ১০টিতে জিতে এবারের ফাইনালে উঠেছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই তারা দুর্দান্ত। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি ও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শামি। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিল দারুণ শুরু এনে দিচ্ছেন। বিশেষ করে রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের মনে ভয় ধরিয়ে দিচ্ছেন। একাদশে টপ অর্ডারে রোহিত, গিল, কোহলি ও বোলিংয়ে শামির জায়গা নিয়ে কোনো সংশয় নেই। ব্যাটিং অর্ডারে ৪ নম্বরে খেলছেন শ্রেয়াস আয়ার। শুরুটা ভালো না হলেও সর্বশেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি।
রোহিত, গিল, কোহলি, আয়ারের পর ৫ নম্বরে ব্যাটিং করবেন লোকেশ রাহুল। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে দলের স্কোর বড় করতে দারুণ অবদান রাখছেন রাহুল। উইকেটরক্ষক হিসেবেও দুর্দান্ত। ৬ নম্বরে সূর্যকুমার যাদব। আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত রবীন্দ্র জাদেজা ব্যাটিং করবেন ৭ নম্বরে। বোলিংয়ে শামির পাশাপাশি জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবও দুর্দান্ত। উইকেট পেলেও মোহাম্মদ সিরাজ একটু খরুচে বোলিং করছেন। সেক্ষেত্রে সিরাজের পরিবর্তে রবীচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ভারত। অশ্বিন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার পর আর একাদশে সুযোগ হয়নি। যদি অশ্বিন সুযোগ পান, তাহলে তিন স্পিনার ও দুই পেসার থাকছেন ভারতের একাদশে। সেক্ষেত্রে ব্যাটিং গভীরতা একটু বাড়বে স্বাগতিকদের।
সেমিফাইনালের একাদশ নিয়েই অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড থাকছেন একাদশে। এরপর ৩ নম্বরে ব্যাটিং করবেন মিচেল মার্শ। ওয়ার্নার, মার্শ দুজনই ২টি করে সেঞ্চুরি করেছেন। আর হেড তো বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন। ৪ ও ৫ নম্বরে খেলবেন স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন। স্মিথ, লাবুশেন আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ঠিকই, তবে এক প্রান্ত ধরে খেলে ধীরে ধীরে রানের চাকা সচল রাখতে পারবেন তাঁরা। একই সঙ্গে তাঁদের দুর্দান্ত ফিল্ডিং তো রয়েছেই।
অস্ট্রেলিয়ার একাদশে ৬ নম্বরে এবারের বিশ্বকাপের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল খেলছেন। পাশাপাশি স্পিন বোলিংয়েও অবদান রাখতে পারেন তিনি। উইকেটরক্ষক হিসেবে থাকছেন জস ইংলিশ। আর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অ্যাডাম জাম্পা দুর্দান্ত খেলছেন। লেগ স্পিনে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন জাম্পা। অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—এই তিন পেসার খেলবেন একাদশে। কামিন্স এবারের বিশ্বকাপে চাপ সামলে দুটি ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করছেন।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৪ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৬ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৬ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৭ ঘণ্টা আগে