ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই ভেঙেছেন বিরাট কোহলি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি, এক বিশ্বকাপে সর্বোচ্চ রান ও পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ভারতীয় ব্যাটারের আজও সুযোগ ছিল বেশ কিছু রেকর্ড নিজের করে নেওয়ার।
বিশ্বকাপ ফাইনালে ৫৪ রানে আউট হওয়ায় ভারতের প্রথম ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরি করার কীর্তি গড়া হলো না কোহলির। প্যাট কামিন্সের নিরীহ এক বলে বোল্ড হয়ে অতীতের এক দুঃসহ স্মৃতিকেই যেন মনে করাচ্ছেন কোহলি। তাঁর ভুলে যাওয়ার মতো স্মৃতিটি হচ্ছে আইপিএলের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও আজকের মতো সমান রানের ইনিংস খেলেও শিরোপা না জেতার আক্ষেপ।
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কোহলি। তবে কোনোবারও শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ব্যাটারের। তিনবার বেঙ্গালুরুর হয়ে ফাইনালে খেললেও হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। সর্বশেষ ২০১৬ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সেরা রান স্কোরার তো ছিলেনই, আইপিএলের ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ ৯৬৩ রানের রেকর্ডও গড়েন তিনি।
তবে, রেকর্ডের মালা গলায় পড়লেও চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলাতে পারেননি কোহলি। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০০ রান করে তাঁর দল বেঙ্গালুরু। ৮ রানে ফাইনাল হারার দিন কোহলির ব্যাট থেকে ৩৫ বলে ৫৪ রান এসেছিল। সেদিনের মতো আজও ৫৪ রান করেছেন তিনি। এবারও টুর্নামেন্টের সেরা ব্যাটার। ৯ ম্যাচে করেছেন ৭৬৫ রান।
দুই টুর্নামেন্টে কোহলির পারফরম্যান্সের মিল থাকার কারণেই শঙ্কা জাগছে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবেন কি? অবশ্য আইপিএলে কখন চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০১১ বিশ্বকাপের জয়ী সদস্য তিনি। পুনরায় এমন স্মৃতিতে ভুগতে না চাইলে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে দেওয়া যাবে না তাঁর দল ভারতকে।
এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই ভেঙেছেন বিরাট কোহলি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি, এক বিশ্বকাপে সর্বোচ্চ রান ও পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ভারতীয় ব্যাটারের আজও সুযোগ ছিল বেশ কিছু রেকর্ড নিজের করে নেওয়ার।
বিশ্বকাপ ফাইনালে ৫৪ রানে আউট হওয়ায় ভারতের প্রথম ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরি করার কীর্তি গড়া হলো না কোহলির। প্যাট কামিন্সের নিরীহ এক বলে বোল্ড হয়ে অতীতের এক দুঃসহ স্মৃতিকেই যেন মনে করাচ্ছেন কোহলি। তাঁর ভুলে যাওয়ার মতো স্মৃতিটি হচ্ছে আইপিএলের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও আজকের মতো সমান রানের ইনিংস খেলেও শিরোপা না জেতার আক্ষেপ।
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কোহলি। তবে কোনোবারও শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ব্যাটারের। তিনবার বেঙ্গালুরুর হয়ে ফাইনালে খেললেও হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। সর্বশেষ ২০১৬ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সেরা রান স্কোরার তো ছিলেনই, আইপিএলের ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ ৯৬৩ রানের রেকর্ডও গড়েন তিনি।
তবে, রেকর্ডের মালা গলায় পড়লেও চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলাতে পারেননি কোহলি। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০০ রান করে তাঁর দল বেঙ্গালুরু। ৮ রানে ফাইনাল হারার দিন কোহলির ব্যাট থেকে ৩৫ বলে ৫৪ রান এসেছিল। সেদিনের মতো আজও ৫৪ রান করেছেন তিনি। এবারও টুর্নামেন্টের সেরা ব্যাটার। ৯ ম্যাচে করেছেন ৭৬৫ রান।
দুই টুর্নামেন্টে কোহলির পারফরম্যান্সের মিল থাকার কারণেই শঙ্কা জাগছে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবেন কি? অবশ্য আইপিএলে কখন চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০১১ বিশ্বকাপের জয়ী সদস্য তিনি। পুনরায় এমন স্মৃতিতে ভুগতে না চাইলে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে দেওয়া যাবে না তাঁর দল ভারতকে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে