ক্রীড়া ডেস্ক
সব সিলিন্ডারের ছিপি খুলে দিয়ে যেন আকাশে উড়ছে ভারত! কি ব্যাটিং, কি বোলিং, কি ফিল্ডিং—কোনো বিভাগেই কমতি নেই দলটির। ১০০তে ১০০ নম্বর পেয়েই ফাইনালে উঠেছে ভারত। ভারতীয় দলের এই উদ্ভাসিত পারফরম্যান্সের রহস্য কী? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উত্তর, ‘টিমওয়ার্ক’।
এই বিশ্বকাপে ভারতের পাঁচ ব্যাটারের রান ৩০০-এর বেশি। ১০ কিংবা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন পাঁচ ভারতীয় বোলারও। ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যই ফাইনালে তুলে এনেছে ভারতকে। যে কারণেই চেনা কন্ডিশন, গ্যালারি-ভর্তি সমর্থন পেতে যাওয়া ভারত ফাইনালেও ফেবারিট।
তবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে টিমওয়ার্কের অংশ হিসেবে দেখছেন রোহিত। ভারতীয় অধিনায়কের ভাষায়, ‘যখন কেউ সেঞ্চুরি করছে, পাঁচ উইকেট পাচ্ছে, সেটা আলোচনায় আসছে। কিন্তু আমার উপলব্ধি জাদেজা (রবীন্দ্র), কুলদীপ (যাদব), লোকেশ রাহুল, শুভমান গিলরা দলে নিজেদের ভূমিকাটা দুর্দান্তভাবে পালন করছে। আর তাতেই কেউ না কেউ ৫ উইকেট কিংবা সেঞ্চুরি করার সহজ মঞ্চ পেয়ে যাচ্ছে। যদি তাদের কাছে যা প্রত্যাশা, সেটা তারা না করতে পারত, ৫ উইকেট পাওয়া কিংবা সেঞ্চুরি করাটা কঠিন হয়ে যেত। উভয় দিক থেকে চাপ সৃষ্টি হয় বলেই কাজটা সহজ হয়। একজন বোলার ১০ ওভার বল করতে পারে, ৫০ ওভার বল করতে পারে না। তাই ৫ উইকেট পাওয়ার জন্য অন্যদের সাহায্যের দরকার হয়।’
সুন্দর ও সমন্বিত যে টিমওয়ার্কের মাধ্যমেই এত দূর আসা, আজকের ফাইনালে দলের কাছে সেটিই যে চাওয়া থাকবে অধিনায়কের, তা আর না বললেও চলে। গতকাল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘প্রতিটি ম্যাচে নেতৃত্বে থেকে আমরা দল হিসেবে গুছিয়ে উঠেছি। কী করতে চাই, তা নিয়ে আমরা নিশ্চিত। কারণ, আমরা জানি আমাদের বাইরের পরিবেশটা কেমন। সেখানে প্রত্যাশা আছে, চাপ আছে, আছে সমালোচনা। তাই আমরা কী করতে চাই, তার ওপর বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ।’
অধিনায়কের বিশ্বাস আছে সতীর্থদের ওপরও, ‘তাদের ভেতরের কী অবস্থা, সেটা আমি আপনাদের বলতে পারব না। কিন্তু তারা যখন দলে থাকে, তখন তাদের সবাইকে বেশ নির্ভার ও শান্ত মনে হয়। আপনি যখন ভারতের হয়ে খেলছেন, তখন এই চাপটা তো নিতেই হয়।’
ভারত শেষবার শিরোপা জেতে ২০১১ বিশ্বকাপে। ঘরের মাঠে সেবার তারা শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বেই ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত আর কোনো বড় টুর্নামেন্ট জেতেনি। এত দিনের সাফল্য-খরা ঘোচানোর সুযোগ হিসেবেই এই ফাইনালকে দেখছেন রোহিত, ‘এটা বড় একটা উপলক্ষ। আমি এবং আমার বাকি ১০ সতীর্থ, যারা আগামীকাল খেলবে, সবারই উচিত তাদের কাজ নিয়ে মনোযোগী হওয়া, এটা তাদের জীবনের সেরা মুহূর্ত, তা নিয়ে নয়।’
সব সিলিন্ডারের ছিপি খুলে দিয়ে যেন আকাশে উড়ছে ভারত! কি ব্যাটিং, কি বোলিং, কি ফিল্ডিং—কোনো বিভাগেই কমতি নেই দলটির। ১০০তে ১০০ নম্বর পেয়েই ফাইনালে উঠেছে ভারত। ভারতীয় দলের এই উদ্ভাসিত পারফরম্যান্সের রহস্য কী? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উত্তর, ‘টিমওয়ার্ক’।
এই বিশ্বকাপে ভারতের পাঁচ ব্যাটারের রান ৩০০-এর বেশি। ১০ কিংবা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন পাঁচ ভারতীয় বোলারও। ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যই ফাইনালে তুলে এনেছে ভারতকে। যে কারণেই চেনা কন্ডিশন, গ্যালারি-ভর্তি সমর্থন পেতে যাওয়া ভারত ফাইনালেও ফেবারিট।
তবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে টিমওয়ার্কের অংশ হিসেবে দেখছেন রোহিত। ভারতীয় অধিনায়কের ভাষায়, ‘যখন কেউ সেঞ্চুরি করছে, পাঁচ উইকেট পাচ্ছে, সেটা আলোচনায় আসছে। কিন্তু আমার উপলব্ধি জাদেজা (রবীন্দ্র), কুলদীপ (যাদব), লোকেশ রাহুল, শুভমান গিলরা দলে নিজেদের ভূমিকাটা দুর্দান্তভাবে পালন করছে। আর তাতেই কেউ না কেউ ৫ উইকেট কিংবা সেঞ্চুরি করার সহজ মঞ্চ পেয়ে যাচ্ছে। যদি তাদের কাছে যা প্রত্যাশা, সেটা তারা না করতে পারত, ৫ উইকেট পাওয়া কিংবা সেঞ্চুরি করাটা কঠিন হয়ে যেত। উভয় দিক থেকে চাপ সৃষ্টি হয় বলেই কাজটা সহজ হয়। একজন বোলার ১০ ওভার বল করতে পারে, ৫০ ওভার বল করতে পারে না। তাই ৫ উইকেট পাওয়ার জন্য অন্যদের সাহায্যের দরকার হয়।’
সুন্দর ও সমন্বিত যে টিমওয়ার্কের মাধ্যমেই এত দূর আসা, আজকের ফাইনালে দলের কাছে সেটিই যে চাওয়া থাকবে অধিনায়কের, তা আর না বললেও চলে। গতকাল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘প্রতিটি ম্যাচে নেতৃত্বে থেকে আমরা দল হিসেবে গুছিয়ে উঠেছি। কী করতে চাই, তা নিয়ে আমরা নিশ্চিত। কারণ, আমরা জানি আমাদের বাইরের পরিবেশটা কেমন। সেখানে প্রত্যাশা আছে, চাপ আছে, আছে সমালোচনা। তাই আমরা কী করতে চাই, তার ওপর বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ।’
অধিনায়কের বিশ্বাস আছে সতীর্থদের ওপরও, ‘তাদের ভেতরের কী অবস্থা, সেটা আমি আপনাদের বলতে পারব না। কিন্তু তারা যখন দলে থাকে, তখন তাদের সবাইকে বেশ নির্ভার ও শান্ত মনে হয়। আপনি যখন ভারতের হয়ে খেলছেন, তখন এই চাপটা তো নিতেই হয়।’
ভারত শেষবার শিরোপা জেতে ২০১১ বিশ্বকাপে। ঘরের মাঠে সেবার তারা শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বেই ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত আর কোনো বড় টুর্নামেন্ট জেতেনি। এত দিনের সাফল্য-খরা ঘোচানোর সুযোগ হিসেবেই এই ফাইনালকে দেখছেন রোহিত, ‘এটা বড় একটা উপলক্ষ। আমি এবং আমার বাকি ১০ সতীর্থ, যারা আগামীকাল খেলবে, সবারই উচিত তাদের কাজ নিয়ে মনোযোগী হওয়া, এটা তাদের জীবনের সেরা মুহূর্ত, তা নিয়ে নয়।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে