Ajker Patrika

ভারতকে কাবু করার মাস্টারমাইন্ড কামিন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১: ০৫
ভারতকে কাবু করার মাস্টারমাইন্ড কামিন্স

টসের সময় রবি শাস্ত্রী দুই দলের অধিনায়ককে এমনভাবে পরিচয় করিয়ে দিলেন, যেন আহমেদাবাদে ক্রিকেট নয়, কুস্তির ফাইনালে নেমেছেন রোহিত শর্মা ও প্যাট কামিন্স। শাস্ত্রীর বলার ধরনটা বেশ ভালোই লাগল অস্ট্রেলিয়া অধিনায়কের। টস জিতে মুচকি হাসি দিয়ে জানিয়ে দিলেন, তাঁর দল শুরুতে বোলিং করতে চায়। 

টস জিতে কামিন্স কেন হেসেছিলেন, সেটা বোঝা গেল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তাঁর বোলিং পরিকল্পনা দেখার পর। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি পিচ সম্পর্কে তেমন কোনো ভালো ধারণা রাখেন না। কিন্তু গতকাল বাস্তবে দেখা গেল উল্টো। আহমেদাবাদের উইকেটে পেসাররা ভালো সুইং পাবেন, স্পিনাররা টার্ন পাবেন বুঝতে পেরে শুরুতেই দলকে ফিল্ডিং করালেন। লক্ষ্য ছিল, ভারতের টপ অর্ডারকে দ্রুত সাজঘরে পাঠানো। 
 
ব্যাটিংয়ের শুরুতে যথারীতি ঝড় তুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে উদ্বোধনী জুটিকে বাড়তে না দিয়ে অধিনায়ককে শুবমন গিলের উইকেট উপহার দিলেন মিচেল স্টার্ক। কামিন্স চমক দিলেন পাওয়ার প্লেতে, অষ্টম ওভারেই নিয়ে এলেন পার্টটাইমার গ্লেন ম্যাক্সওয়েলকে। এই ম্যাক্সওয়েলের বলেই দশম ওভারে ট্রাভিস হেডের অনিন্দ্যসুন্দর ক্যাচ হলেন রোহিত শর্মা। 

কামিন্স জাদু দেখিয়েছেন তাঁর কৌশলে। বোলিংয়ে প্রতি ওভারে বদল এনেছেন। এক প্রান্তে স্টার্ক, জশ হ্যাজলউড আর নিজে বোলিং করে গেছেন। অপর প্রান্তে খণ্ডকালীন বোলার ম্যাক্সওয়েল, হেড আর লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে দিয়ে বল করিয়েছেন। সব মিলিয়ে সাত অজি বোলার বোলিং করেছেন কিন্তু কেউই টানা স্পেল করেননি। ভারতও পায়নি নির্দিষ্ট কোনো বোলারের ওপর চড়াও হওয়ার সুযোগ। কামিন্সের এই কৌশলের কারণে প্রথম ১০ ওভারে ৮০ রান তোলা ভারতের ইনিংস থেমেছে ২৪০ রানে। বোলিংয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন কামিন্স। ১০ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের মতো গুরুত্বপূর্ণ ২ উইকেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত