Ajker Patrika

মা লড়ছেন হাসপাতালে শামি ফাইনালে

মা লড়ছেন হাসপাতালে শামি ফাইনালে

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার। 

পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।

এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর। 

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা। 

৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত