ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে