রাখীবন্ধন উৎসবে ছোট ভাই সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট শ্বেতার
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ ৩০ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা। মূলত বোন-দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখী বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখী বাঁধা যায়। এমন দিনে ভাই হারানো এক বোনের আবেগঘন পোস্ট সবার সবার হৃদয় ছুঁয়ে