বলিউড ভাইজান সালমান খান বলিউডে পার করেছেন ক্যারিয়ারের ৩৫ বছর। তাতেই স্মৃতিকাতর হয়েছেন তিনি। গতকাল শনিবার রাতে সালমান তাঁর ইনস্টাগ্রামে ৩৫ বছরের স্মৃতি একসঙ্গে করে শেয়ার করছেন একটি ভিডিও, যা রীতিমতো ভাইরাল। সালমান ভাসছেন ভক্তদের শুভেচ্ছায়।
সালটা ১৯৮৮, মুক্তি পেল রেখার সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’। তাতেই দেখা যায় রোগা–লিকলিকে একটা ছেলেকে। নায়ক হিসেবে তখনো তাকে কেউ মেনে নেয়নি। তার পরই এল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। ব্যস, বলিউডে শুরু সালমান-যুগ। সফলতা ও দর্শকপ্রিয়তায় তিনি কাটিয়ে দিয়েছেন ৩৫ বছর।
ভিডিওটি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘৩৫ দিনের মতো ৩৫টা বছর কেটে গেল। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
ভিডিওটি শুরু হয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র দৃশ্য দিয়ে। এরপর সালমানের বিখ্যাত সংলাপ আর সিনেমার দৃশ্য দেখা গেছে এতে। ভাইজানের জনপ্রিয় ‘হুক স্টেপ’ও রয়েছে বিশেষ এই ভিডিওতে। তাতেই নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
৩৫ বছরের এই ক্যারিয়ারে নানা বিতর্কের মধ্যে দিয়ে গেছেন সালমান। শাহরুখ খানের সঙ্গে তাঁর ঝামেলা, তারপর মিটমাট। আবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক। এ ছাড়া রয়েছে বেপরোয়া গাড়িতে চাপা পড়ে ফুটপাতের মানুষের মৃত্যুর মামলা, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। কিন্তু এত কিছুর পরও তিনি বলিউডের সুলতান সালমান খান, তিনিই আবার ‘টাইগার’।
উল্লেখ্য, সালমানের দর্শক এখন অপেক্ষায় আছেন ‘টাইগার ৩’-এর। সিনেমাটিতে ‘টাইগার’ সালমানকে বাঁচাতে নাকি ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। দুই তারকাকে ফের একসঙ্গে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন অনুরাগীরা।
বলিউড ভাইজান সালমান খান বলিউডে পার করেছেন ক্যারিয়ারের ৩৫ বছর। তাতেই স্মৃতিকাতর হয়েছেন তিনি। গতকাল শনিবার রাতে সালমান তাঁর ইনস্টাগ্রামে ৩৫ বছরের স্মৃতি একসঙ্গে করে শেয়ার করছেন একটি ভিডিও, যা রীতিমতো ভাইরাল। সালমান ভাসছেন ভক্তদের শুভেচ্ছায়।
সালটা ১৯৮৮, মুক্তি পেল রেখার সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’। তাতেই দেখা যায় রোগা–লিকলিকে একটা ছেলেকে। নায়ক হিসেবে তখনো তাকে কেউ মেনে নেয়নি। তার পরই এল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। ব্যস, বলিউডে শুরু সালমান-যুগ। সফলতা ও দর্শকপ্রিয়তায় তিনি কাটিয়ে দিয়েছেন ৩৫ বছর।
ভিডিওটি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘৩৫ দিনের মতো ৩৫টা বছর কেটে গেল। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
ভিডিওটি শুরু হয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র দৃশ্য দিয়ে। এরপর সালমানের বিখ্যাত সংলাপ আর সিনেমার দৃশ্য দেখা গেছে এতে। ভাইজানের জনপ্রিয় ‘হুক স্টেপ’ও রয়েছে বিশেষ এই ভিডিওতে। তাতেই নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
৩৫ বছরের এই ক্যারিয়ারে নানা বিতর্কের মধ্যে দিয়ে গেছেন সালমান। শাহরুখ খানের সঙ্গে তাঁর ঝামেলা, তারপর মিটমাট। আবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক। এ ছাড়া রয়েছে বেপরোয়া গাড়িতে চাপা পড়ে ফুটপাতের মানুষের মৃত্যুর মামলা, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। কিন্তু এত কিছুর পরও তিনি বলিউডের সুলতান সালমান খান, তিনিই আবার ‘টাইগার’।
উল্লেখ্য, সালমানের দর্শক এখন অপেক্ষায় আছেন ‘টাইগার ৩’-এর। সিনেমাটিতে ‘টাইগার’ সালমানকে বাঁচাতে নাকি ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। দুই তারকাকে ফের একসঙ্গে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন অনুরাগীরা।
২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব।
৮ ঘণ্টা আগেপাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই।
৮ ঘণ্টা আগেচলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। এবার তৈরি হলো গানের ভিডিও। মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গানের নামভূমিকায় দেখা যাবে তাঁকে।
৮ ঘণ্টা আগেববিতার বিয়ের দিন সে এক কাণ্ড ঘটেছিল! বিয়ের দিন সকালে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলেন রাজ্জাকের বাসায়। সেই গল্প শোনা যাক ববিতার মুখেই, ‘তখন আমার বাবা মৃত্যুশয্যায়। তিনি বলেছিলেন, মা, আমি বেঁচে থাকতে তোমার বিয়েটা দেখে যেতে চাই...
৯ ঘণ্টা আগে