বিনোদন প্রতিবেদক, ঢাকা
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ প্রকাশ করতে যাচ্ছে তাদের নিজস্ব প্রযোজনায় নির্মিত নতুন নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’। পাঁচ বন্ধুর এক রাতের পার্টিকে কেন্দ্র করে লেখা হয়েছে নাটকের গল্প। অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহ প্রমুখ। ফাইভ গো ওয়াইল্ড নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবীর। রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ।
নাটকের গল্পে দেখা যাবে, পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু কীভাবে এসব হলো, কিছুই মনে করতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যায়, রহস্য যেন ততই ঘনীভূত হয়।
পরিচালক রাহাত কবির বলেন, ‘নাটকটি তৈরি হয়েছে কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। প্রত্যেক অভিনেতা তাঁদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। নির্মাতা হিসেবে আমি খুশি। আমার বিশ্বাস, নাটকটি এই সময়ের দর্শকদের মন জয় করে নেবে।’
ফাইভ গো ওয়াইল্ড নাটকটি প্রকাশিত হবে ২ আগস্ট শনিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ প্রকাশ করতে যাচ্ছে তাদের নিজস্ব প্রযোজনায় নির্মিত নতুন নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’। পাঁচ বন্ধুর এক রাতের পার্টিকে কেন্দ্র করে লেখা হয়েছে নাটকের গল্প। অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহ প্রমুখ। ফাইভ গো ওয়াইল্ড নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবীর। রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ।
নাটকের গল্পে দেখা যাবে, পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু কীভাবে এসব হলো, কিছুই মনে করতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যায়, রহস্য যেন ততই ঘনীভূত হয়।
পরিচালক রাহাত কবির বলেন, ‘নাটকটি তৈরি হয়েছে কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। প্রত্যেক অভিনেতা তাঁদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। নির্মাতা হিসেবে আমি খুশি। আমার বিশ্বাস, নাটকটি এই সময়ের দর্শকদের মন জয় করে নেবে।’
ফাইভ গো ওয়াইল্ড নাটকটি প্রকাশিত হবে ২ আগস্ট শনিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
‘ইকুয়ানিমিটি সেশনস’ শিরোনামের অনুষ্ঠানে সুনিধি নায়েক বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
২ ঘণ্টা আগেবিয়ের পর মাহি তাঁর ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেন রকিব সরকারের সঙ্গে তোলা ছবি। তবে বিচ্ছেদের পর একসঙ্গে তোলা তাঁদের কোনো ছবি আর দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন মাহি।
২ ঘণ্টা আগেআবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
১৫ ঘণ্টা আগে২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।
১৫ ঘণ্টা আগে