বিনোদন ডেস্ক
সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে