সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে