হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ ৩০ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা। মূলত বোন-দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখী বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখী বাঁধা যায়। এমন দিনে ভাই হারানো এক বোনের আবেগঘন পোস্ট সবার সবার হৃদয় ছুঁয়েছে।
আজ বুধবার রাখীবন্ধন উপলক্ষে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বড় বোন শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিশেষ একটি পোস্ট। অভিনেতার পুরোনো কিছু ছবি-ভিডিওর কোলাজ বানিয়ে তা তুলে ধরেছেন সবার কাছে।
ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘কখনো কখনো মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছ, কোথাও যাওনি। আবার কখনো এটা ভেবে কষ্ট পাই তোমাকে আর দেখতে পাব না। তোমার কণ্ঠ শুনতে পাব না, তোমার হাসি শুনতে পাব না। তোমার সঙ্গে আর কথা হবে না।’
তিনি আরও লিখেছেন, ‘চাওয়ার পরও তোমাকে হারানোর বেদনা কারও সঙ্গে ভাগ করে নিতে পারি না। কারণ এটা বলার মতো ভাষা আমাদের নেই। এই যন্ত্রণা দিন দিন গভীরতর হয়ে চলেছে। আমাদের একমাত্র সান্ত্বনা ঈশ্বর। পরপারে খুব জলদিই দেখা হবে ভাই। হয়তো আমিও তখন সকলের অনুপ্রেরণার গল্প হয়ে উঠব। তোমার কবজিতে রাখি পরিয়ে দিয়ে প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো, আনন্দে থাকো। অনেক ভালোবাসা।–গুড়িয়া দি।’
এই পোস্টে রয়েছে শ্বেতার বিয়ের সময় সুশান্তের কিছু ফুটেজ। যেখানে সদ্য বিয়ে হওয়া দিদিকে একরাশ আবেগ নিয়ে জড়িয়ে ধরে রেখেছেন সুশান্ত।
এ ছাড়া শৈশবের রাখি পরানোর সময়কার ছবি। ছবিটিতে ভাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্বেতা। এই পোস্ট মন কেড়ে নিল সুশান্ত ভক্তদের। একজন লিখেছেন, ‘এখনো বিশ্বাস হয় না সুশান্ত নেই। মনে হয় কেউ না কেউ বলবে এসব মিথ্যে। সুশান্ত বেঁচে আছে।’ আরেকজন লিখলেন, ‘সুশান্ত কোথাও যায়নি। আমাদের সঙ্গেই আছে। সুশান্তদের মৃত্যু হয় না। ওরা থেকেই যায় আমাদের সঙ্গে।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ ৩০ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা। মূলত বোন-দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখী বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখী বাঁধা যায়। এমন দিনে ভাই হারানো এক বোনের আবেগঘন পোস্ট সবার সবার হৃদয় ছুঁয়েছে।
আজ বুধবার রাখীবন্ধন উপলক্ষে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বড় বোন শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিশেষ একটি পোস্ট। অভিনেতার পুরোনো কিছু ছবি-ভিডিওর কোলাজ বানিয়ে তা তুলে ধরেছেন সবার কাছে।
ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘কখনো কখনো মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছ, কোথাও যাওনি। আবার কখনো এটা ভেবে কষ্ট পাই তোমাকে আর দেখতে পাব না। তোমার কণ্ঠ শুনতে পাব না, তোমার হাসি শুনতে পাব না। তোমার সঙ্গে আর কথা হবে না।’
তিনি আরও লিখেছেন, ‘চাওয়ার পরও তোমাকে হারানোর বেদনা কারও সঙ্গে ভাগ করে নিতে পারি না। কারণ এটা বলার মতো ভাষা আমাদের নেই। এই যন্ত্রণা দিন দিন গভীরতর হয়ে চলেছে। আমাদের একমাত্র সান্ত্বনা ঈশ্বর। পরপারে খুব জলদিই দেখা হবে ভাই। হয়তো আমিও তখন সকলের অনুপ্রেরণার গল্প হয়ে উঠব। তোমার কবজিতে রাখি পরিয়ে দিয়ে প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো, আনন্দে থাকো। অনেক ভালোবাসা।–গুড়িয়া দি।’
এই পোস্টে রয়েছে শ্বেতার বিয়ের সময় সুশান্তের কিছু ফুটেজ। যেখানে সদ্য বিয়ে হওয়া দিদিকে একরাশ আবেগ নিয়ে জড়িয়ে ধরে রেখেছেন সুশান্ত।
এ ছাড়া শৈশবের রাখি পরানোর সময়কার ছবি। ছবিটিতে ভাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্বেতা। এই পোস্ট মন কেড়ে নিল সুশান্ত ভক্তদের। একজন লিখেছেন, ‘এখনো বিশ্বাস হয় না সুশান্ত নেই। মনে হয় কেউ না কেউ বলবে এসব মিথ্যে। সুশান্ত বেঁচে আছে।’ আরেকজন লিখলেন, ‘সুশান্ত কোথাও যায়নি। আমাদের সঙ্গেই আছে। সুশান্তদের মৃত্যু হয় না। ওরা থেকেই যায় আমাদের সঙ্গে।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৪ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৪ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৭ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৭ ঘণ্টা আগে