Ajker Patrika

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তির প্রক্রিয়ায় শাহরুখের ‘জওয়ান’

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২০: ৩২
ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তির প্রক্রিয়ায় শাহরুখের ‘জওয়ান’

শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পেতে পারেন। কারণ ৭ সেপ্টেম্বর জওয়ান বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ খবর। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার নতুন কিছু বিদেশি সিনেমা আমদানির আবেদনের প্রেক্ষিতে আমরা মিটিংয়ে বসেছিলাম। সেখানে হিন্দি সিনেমা জওয়ানসহ ইংরেজি ভাষার আরও কিছু সিনেমা একই দিনে আমদানির বিষয়ে প্রস্তাবনা আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।’ 

জওয়ান বাংলাদেশে আমদানির আবেদন করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন আজ ফেসবুকে লিখেছেন, ‘শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ জওয়ান মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় আজ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। জওয়ান হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সাথে রিলিজ হবে বাংলাদেশ।’ 

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’এদিকে জওয়ান মুক্তি ঘিরে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার প্রচারণায়। একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে তাঁদের। 

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তিনি। 

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ান-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত