বিনোদন ডেস্ক
সালমান খান কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ইনস্টাগ্রামে তাঁর পোস্ট দেখে এ প্রশ্নই এসেছিল দর্শকদের মনে। একটি পোস্টার প্রকাশ করেছিলেন সালমান। তাতে রাজনৈতিক নেতাদের মতো দুই হাত উপরে তুলে আছেন তিনি। পরনে সাদা পোশাক আর নেহরু কোট। সামনে জন অরণ্য। উড়ছে সাদা পতাকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’।
চলচ্চিত্র তারকাদের রাজনীতির ময়দানে অবতরণের খবর নতুন নয়। এ পর্যন্ত অনেক তারকা ভারতের বিধায়ক-সাংসদ-মন্ত্রী হয়েছেন। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক হজম হচ্ছিল না ভক্তদের। পরে জানা যায়, তেমন কিছুই ঘটছে না। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনে ফিরছেন সালমান। তার জন্যই এমন প্রচার।
সম্প্রতি বিগ বস ১৯-এর টিজার প্রকাশ করেছে জিও হটস্টার। তাতেও সালমানকে রাজনৈতিক নেতারূপে দেখা গেছে। ভোটের থিমেই নাকি এই নতুন সিজনের পর্ব সাজাতে চলেছেন নির্মাতা। যেখানে এসেছে ‘ঘরওয়ালো কি সরকার’ থিম। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা। এ বিষয়টি বোঝাতে টিজারে তাই রাজনৈতিক নেতার ভূমিকায় অবতীর্ণ সালমান।
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে বিগ বস ১৯ রিয়েলিটি শোর প্রচার। দেখা যাবে জিও হটস্টার ও কালারস টিভিতে। এ সিজনে প্রতিযোগী হিসেবে কারা থাকবেন, সে তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। তবে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি থাকবেন বলে জানা গেছে।
২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিগ বস উপস্থাপনা করে আসছেন সালমান খান। নতুন মৌসুমে তিনি এ শো থেকে অবসর নেবেন বলে গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ১৯তম সিজনে ফিরলেন বলিউড ভাইজান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে। তাঁর অনুপস্থিতিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে।
সালমান খান কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ইনস্টাগ্রামে তাঁর পোস্ট দেখে এ প্রশ্নই এসেছিল দর্শকদের মনে। একটি পোস্টার প্রকাশ করেছিলেন সালমান। তাতে রাজনৈতিক নেতাদের মতো দুই হাত উপরে তুলে আছেন তিনি। পরনে সাদা পোশাক আর নেহরু কোট। সামনে জন অরণ্য। উড়ছে সাদা পতাকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’।
চলচ্চিত্র তারকাদের রাজনীতির ময়দানে অবতরণের খবর নতুন নয়। এ পর্যন্ত অনেক তারকা ভারতের বিধায়ক-সাংসদ-মন্ত্রী হয়েছেন। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক হজম হচ্ছিল না ভক্তদের। পরে জানা যায়, তেমন কিছুই ঘটছে না। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনে ফিরছেন সালমান। তার জন্যই এমন প্রচার।
সম্প্রতি বিগ বস ১৯-এর টিজার প্রকাশ করেছে জিও হটস্টার। তাতেও সালমানকে রাজনৈতিক নেতারূপে দেখা গেছে। ভোটের থিমেই নাকি এই নতুন সিজনের পর্ব সাজাতে চলেছেন নির্মাতা। যেখানে এসেছে ‘ঘরওয়ালো কি সরকার’ থিম। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা। এ বিষয়টি বোঝাতে টিজারে তাই রাজনৈতিক নেতার ভূমিকায় অবতীর্ণ সালমান।
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে বিগ বস ১৯ রিয়েলিটি শোর প্রচার। দেখা যাবে জিও হটস্টার ও কালারস টিভিতে। এ সিজনে প্রতিযোগী হিসেবে কারা থাকবেন, সে তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। তবে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি থাকবেন বলে জানা গেছে।
২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিগ বস উপস্থাপনা করে আসছেন সালমান খান। নতুন মৌসুমে তিনি এ শো থেকে অবসর নেবেন বলে গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ১৯তম সিজনে ফিরলেন বলিউড ভাইজান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে। তাঁর অনুপস্থিতিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে।
দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১০ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
১১ ঘণ্টা আগেবিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
১২ ঘণ্টা আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
১৪ ঘণ্টা আগে