বিশাল কুড়ি, ঢাকা
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা খুব সহজেই চরিত্রের ভেতরে প্রবেশ করে তাক লাগাতে পারেন দর্শকদের। সে কারণেই তাঁর সিনেমা নিয়ে দর্শকদের প্রবল আগ্রহ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল অভিনেতার ‘ড্রিম গার্ল’ সিনেমা। সিনেমায় নারীকণ্ঠে কথা বলে সেবার ভক্তদের অবাক করে দিয়েছিলেন তিনি। এবার শুধু নারীর কণ্ঠে নয়, হুবহু নারী সেজেই ধরা দিলেন সিনেমার পর্দায়। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল-২’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় (১০.৬৯ কোটি রুপি) ভেঙেছে আয়ুষ্মানের ক্যারিয়ারের আগের সব রেকর্ড।
আয়ুষ্মান খুরানা সাধারণত সমাজ সচেতনতামূলক ভিন্ন আমেজের সিনেমায় কাজ করেন। ভার্সেটাইল এই অভিনেতার সিনেমায় হাতেখড়ি হয়েছিল ‘ভিকি ডোনার’ দিয়ে। এরপর ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’ সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে আয়ুষ্মানের অভিনয় দর্শকের মন জয় করে নেয়। তবে গত বছর মুক্তি পাওয়া ‘অনেক’, ‘ডক্টর জি’, ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এবার সতর্কতার সঙ্গেই পা ফেলছেন অভিনেতা।
‘ড্রিম গার্ল-২’-এর ট্রেলার মুক্তির পরই নারী চরিত্রে আয়ুষ্মানকে দেখে আলোচনা শুরু হয় ভক্তমহলে। নারী চরিত্রে অভিনেতাকে দেখতে মুক্তির দিনই হলে ছুটেছেন ভক্তরা। প্রথম দিনের চেয়ে মুক্তির দ্বিতীয় দিনে সিনেমার আয় বেড়ে দাঁড়ায় ১৪ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ১৬ কোটি রুপি। গতকাল পর্যন্ত সিনেমাটির মোট আয় ৪৬ দশমিক ১৩ কোটি রুপি।
সিনেমার সাফল্যে আয়ুষ্মান বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে ড্রিম গার্ল-২। এই ফ্র্যাঞ্চাইজি প্রথম থেকেই আমাকে ভালোবাসা এনে দিয়েছে। একজন অভিনেতা হিসেবে, দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এবং তাদের সময়গুলো আনন্দে ভরিয়ে তোলা, উপভোগ্য করে তোলার চেয়ে বড় কিছুই নেই।’
রাজ শান্দিল্যের পরিচালনায় সিনেমাটিতে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন অনন্যা পান্ডে। আয়ুষ্মানের বাবার ভূমিকায় আন্নু কাপুর। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়া, মনোজ জোশি, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা খুব সহজেই চরিত্রের ভেতরে প্রবেশ করে তাক লাগাতে পারেন দর্শকদের। সে কারণেই তাঁর সিনেমা নিয়ে দর্শকদের প্রবল আগ্রহ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল অভিনেতার ‘ড্রিম গার্ল’ সিনেমা। সিনেমায় নারীকণ্ঠে কথা বলে সেবার ভক্তদের অবাক করে দিয়েছিলেন তিনি। এবার শুধু নারীর কণ্ঠে নয়, হুবহু নারী সেজেই ধরা দিলেন সিনেমার পর্দায়। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল-২’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় (১০.৬৯ কোটি রুপি) ভেঙেছে আয়ুষ্মানের ক্যারিয়ারের আগের সব রেকর্ড।
আয়ুষ্মান খুরানা সাধারণত সমাজ সচেতনতামূলক ভিন্ন আমেজের সিনেমায় কাজ করেন। ভার্সেটাইল এই অভিনেতার সিনেমায় হাতেখড়ি হয়েছিল ‘ভিকি ডোনার’ দিয়ে। এরপর ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’ সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে আয়ুষ্মানের অভিনয় দর্শকের মন জয় করে নেয়। তবে গত বছর মুক্তি পাওয়া ‘অনেক’, ‘ডক্টর জি’, ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এবার সতর্কতার সঙ্গেই পা ফেলছেন অভিনেতা।
‘ড্রিম গার্ল-২’-এর ট্রেলার মুক্তির পরই নারী চরিত্রে আয়ুষ্মানকে দেখে আলোচনা শুরু হয় ভক্তমহলে। নারী চরিত্রে অভিনেতাকে দেখতে মুক্তির দিনই হলে ছুটেছেন ভক্তরা। প্রথম দিনের চেয়ে মুক্তির দ্বিতীয় দিনে সিনেমার আয় বেড়ে দাঁড়ায় ১৪ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ১৬ কোটি রুপি। গতকাল পর্যন্ত সিনেমাটির মোট আয় ৪৬ দশমিক ১৩ কোটি রুপি।
সিনেমার সাফল্যে আয়ুষ্মান বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে ড্রিম গার্ল-২। এই ফ্র্যাঞ্চাইজি প্রথম থেকেই আমাকে ভালোবাসা এনে দিয়েছে। একজন অভিনেতা হিসেবে, দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এবং তাদের সময়গুলো আনন্দে ভরিয়ে তোলা, উপভোগ্য করে তোলার চেয়ে বড় কিছুই নেই।’
রাজ শান্দিল্যের পরিচালনায় সিনেমাটিতে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন অনন্যা পান্ডে। আয়ুষ্মানের বাবার ভূমিকায় আন্নু কাপুর। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়া, মনোজ জোশি, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পর পর দুই সিনেমায় অভিনয়ের পর আবার ওটিটিতে আসছেন আফরান নিশো। প্রায় ৩ বছর পর করলেন কোনো ওয়েব সিরিজের কাজ। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে।
৩৪ মিনিট আগেকী নিয়ে সৃজিতের সঙ্গে ঝগড়া হয়েছিল? আবীর জানালেন, সৃজিত পরিচালিত ‘রাজকাহিনী’ ভালো লাগেনি তাঁর। পরিচালককে সে কথা জানিয়েছিলেন। তবে তা মানতে পারেননি সৃজিত। সেটা নিয়েই তাঁদের ঝগড়ার শুরু।
২ ঘণ্টা আগেদেশের বাইরে ব্যস্ত সময় পার করছে দেশের সংগীতশিল্পী ও ব্যান্ডগুলো। গত এপ্রিলে কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। এবার দলছুট ব্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দেশটির বিভিন্ন শহরে গান শোনাবে দলছুট। এ সফর দিয়ে ৯ বছর পর যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাচ্ছেন বাপ্পা...
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক কবির খান। ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘টিউবলাইট’, ‘চান্দু চ্যাম্পিয়ন’সহ অনেক জনপ্রিয় সিনেমার এই নির্মাতার ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। কবির খান জানিয়েছেন সম্প্রতি দেখা তাঁর দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগে