শীতে গরিব মানুষের দুর্ভোগ বেড়েছে
‘ভোরবেলায় কুয়াশার লাইগা কিচ্ছু দেহা যায় না, বেলা গড়াইয়া দুপুর অইলে রইদের (রোদের) দেহা মিলে না। এই ভোরবেলায় ঠান্ডা বাতাসে হাত পাও (পা) কোঁকড়া অইয়া যায়। হেরপরেও গাড়ি লইয়া বাইরন (বাইরে বের হওয়া) লাগে, কি করুম সংসার তো চালান লাগে।’