Ajker Patrika

বোরোর চাষ বেড়েছে

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ৩৯
বোরোর চাষ বেড়েছে

হালুয়াঘাটে বোরো চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর ৫৩৫ হেক্টর বেশি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার গ্রামগুলো ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশা আর বাতাস উপেক্ষা করেই জমিতে সেচ, সার প্রয়োগসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তীব্র শীতের কারণে বেশ কিছু বীজতলা নষ্ট হলেও বোরো চাষে কৃষকদের আগ্রহে ভাটা পড়েনি।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ বছর লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে বোরো চাষ হবে। ঘন কুয়াশা এবং প্রচণ্ড শীত উপেক্ষা করেই জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে বোরো রোপণ এবং বীজতলা থেকে চারা উত্তোলনের কাজ। কৃষকেরা জানান, গত বছর পল ভালো হওয়ায় এ বছর বোরো আবাদে ঝুঁকছেন বেশি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ৫৩৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ২২ হাজার হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

ভাষাবন্দ গ্রামের কৃষক এমদাদুল হক বলেন, গত মৌসুমে দুই একর উচ্চফলনশীল জাতের ধান চাষ করেছিলেন। ভালো ফলন হওয়ায় এ বছরও তিনি উফশী জাতের ধান আবাদ করতে জমি প্রস্তুত করছেন।

এ কৃষক বলেন, অন্যান্য বছর কোল্ড ইনজুরির কারণে চারা নষ্ট হয়ে যেত। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো চারাও বেশ ভালো হয়েছে।

জানতে চাইলে কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান বলেন, উপজেলায় বোরো ধান রোপণের জন্য কৃষকেরা জমি প্রস্তুতি করতে সময় দিচ্ছেন। প্রায় ৮০ ভাগ জমিতে চারা রোপণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত