হালুয়াঘাট প্রতিনিধি
হালুয়াঘাট উপজেলায় পাহাড়ি এলাকায় উঁচু জমিতে সেচসংকটে ধান চাষের প্রবণতা কমে যাওয়ায় অনেক জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত। সেখানে কোনো ধরনের ফসল হতো না। সেই জমিতে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রথমবারের মতো তুলা চাষে সাফল্য পেয়েছেন এক নারী।
ওই নারীর নাম মোছা. খোদেজা বেগম। তার বাড়ি ভূবনকুড়া ইউনিয়নের গোবরাকুড়া এলাকায়। তাঁর কোনো ফসলি জায়গা জমি ছিল না। খোদেজার বাড়ির পাশে কিছু অনাবাদি জমি ছিল। সেচের সুবিধা না থাকায় বছরের পর বছর সে জমি পতিত থাকত।
এর মধ্যে ওই নারীকে স্থানীয় ফ্রেন্ডশিপ নামে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা তুলা চাষে করতে আগ্রহী করে তোলেন। এরপর স্থানীয় কৃষি কার্যালয়ের তত্ত্বাবধানে প্রথমবারের মতো ২৫ শতাংশ জমিতে তুলা চাষ করেন তিনি। প্রথমবারের মতো তুলা চাষ করে বাম্পার ফলন ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এতে স্থানীয় কৃষকদের মধ্যে তুলা চাষে আগ্রহ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, হালুয়াঘাটের পাহাড়ি এলাকা তুলা চাষের জন্য উপযোগী। এখানে যেসব অনাবাদি জমি রয়েছে তা তুলা চাষের আওতায় আনলে একদিকে জমিগুলো চাষবাদের আওতায় আসবে, অন্যদিকে কৃষকেরাও উপকৃত হবেন। এলাকার কৃষকেরা এসব পতিত জমিতে কম সেচের মাধ্যমে তুলা চাষে সাফল্য পাবেন।
জানতে চাইলে খোদেজা বেগম বলেন, ‘ফ্রেন্ডশিপ সংগঠনের স্যারেরা আমারে সহযোগিতা করছে। নতুন জিনিস কইরা দেখলাম শিখলাম, এহন দেহি ভালা অইছে। আগামীতে আরও বেশি কইরা করাম।’
ফ্রেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা ফজলুর রহমান আরিফ বলেন, উপজেলায় প্রায় ৬ বিঘার মতো জমিতে তুলা চাষ হয়েছে। এর মধ্যে খোদেজা বেগমও দেখিয়ে দিয়েছেন শুধু পুরুষেরাই এ তুলা চাষ করতে পারেন না, নারীরাও পারেন।
কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান বলেন, হালুয়াঘাটে পাহাড়ি এলাকার এই পতিত জমিগুলো তুলা চাষের জন্য উপযোগী। এসব জমিতে তুলা চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে।
হালুয়াঘাট উপজেলায় পাহাড়ি এলাকায় উঁচু জমিতে সেচসংকটে ধান চাষের প্রবণতা কমে যাওয়ায় অনেক জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত। সেখানে কোনো ধরনের ফসল হতো না। সেই জমিতে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রথমবারের মতো তুলা চাষে সাফল্য পেয়েছেন এক নারী।
ওই নারীর নাম মোছা. খোদেজা বেগম। তার বাড়ি ভূবনকুড়া ইউনিয়নের গোবরাকুড়া এলাকায়। তাঁর কোনো ফসলি জায়গা জমি ছিল না। খোদেজার বাড়ির পাশে কিছু অনাবাদি জমি ছিল। সেচের সুবিধা না থাকায় বছরের পর বছর সে জমি পতিত থাকত।
এর মধ্যে ওই নারীকে স্থানীয় ফ্রেন্ডশিপ নামে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা তুলা চাষে করতে আগ্রহী করে তোলেন। এরপর স্থানীয় কৃষি কার্যালয়ের তত্ত্বাবধানে প্রথমবারের মতো ২৫ শতাংশ জমিতে তুলা চাষ করেন তিনি। প্রথমবারের মতো তুলা চাষ করে বাম্পার ফলন ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এতে স্থানীয় কৃষকদের মধ্যে তুলা চাষে আগ্রহ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, হালুয়াঘাটের পাহাড়ি এলাকা তুলা চাষের জন্য উপযোগী। এখানে যেসব অনাবাদি জমি রয়েছে তা তুলা চাষের আওতায় আনলে একদিকে জমিগুলো চাষবাদের আওতায় আসবে, অন্যদিকে কৃষকেরাও উপকৃত হবেন। এলাকার কৃষকেরা এসব পতিত জমিতে কম সেচের মাধ্যমে তুলা চাষে সাফল্য পাবেন।
জানতে চাইলে খোদেজা বেগম বলেন, ‘ফ্রেন্ডশিপ সংগঠনের স্যারেরা আমারে সহযোগিতা করছে। নতুন জিনিস কইরা দেখলাম শিখলাম, এহন দেহি ভালা অইছে। আগামীতে আরও বেশি কইরা করাম।’
ফ্রেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা ফজলুর রহমান আরিফ বলেন, উপজেলায় প্রায় ৬ বিঘার মতো জমিতে তুলা চাষ হয়েছে। এর মধ্যে খোদেজা বেগমও দেখিয়ে দিয়েছেন শুধু পুরুষেরাই এ তুলা চাষ করতে পারেন না, নারীরাও পারেন।
কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান বলেন, হালুয়াঘাটে পাহাড়ি এলাকার এই পতিত জমিগুলো তুলা চাষের জন্য উপযোগী। এসব জমিতে তুলা চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪