Ajker Patrika

খড়ের গাদার পাশ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
খড়ের গাদার পাশ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে খড়ের গাদার পাশে জাহাঙ্গীর আলম বাবুল (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থান পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে খড়ের গাদার পাশে বাবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাড়ি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাঁকুড়া এলাকায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম মাস্টারের ছেলে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবুল প্রায়ই জুয়া খেলতেন। এতে তিনি কিছু জমিও বন্ধক রেখেছিলেন। এলাকাবাসী আরও জানান বাবুলের স্ত্রী মনোরা আক্তার ময়না সন্তানদের নিয়ে কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে যান। ফলে বাড়িতে একা ছিলেন বাবুল। 

নিহতের বোন জামাই আব্দুল জব্বার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি এসে দেখি তাঁর ঘরের ভেতর টিভি চলছিল। বাড়ির সামনেই মরদেহ পড়েছিল। আমাদের ধারণা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছেন। 

এদিকে বাবুলের স্ত্রী ময়না বলেন, আমার সব শেষ হয়ে গেল। ঘরে ২ লাখ ১০ হাজার টাকা ছিল। যা দিয়ে আমাদের বন্ধকি জমি ছাড়ানোর কথা ছিল। আমার স্বামীকে হত্যা করে সেই টাকাও নিয়ে গেছে। 

এ ব্যাপারে জানতে চাইলে ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান এম এ সুরুজ মিয়া বলেন, মরদেহ দেখে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদকসেবী ও জুয়ারিরা জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি। 

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত