Ajker Patrika

৫০ কিলোমিটার হাঁটলেন বীর মুক্তিযোদ্ধা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৫১
৫০ কিলোমিটার হাঁটলেন বীর মুক্তিযোদ্ধা

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ কিলোমিটার হাঁটলেন ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। গত শুক্রবার ভোর ৪টা থেকে হালুয়াঘাট উপজেলা থেকে সদরের উদ্দেশে হাঁটা শুরু করেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। এ সময় তাঁর সঙ্গে হেঁটেছেন ময়মনসিংহের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিজয় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা নিয়ে এই পদযাত্রা করেছি। যত দিন বেঁচে আছি, প্রতি বছর এক কিলোমিটার করে বাড়িয়ে হাঁটব। যেমন স্বাধীনতার ৫১ বছরে ৫১ বছর। ৫২ বছরে ৫২ বছর, ৫৩ বছরে ৫৩ কিলোমিটার হাঁটব। ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। তাই পদযাত্রার জন্য তেলিখালি থেকেই হেঁটেছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিমল পাল হালুয়াঘাটে যান। সেখান থেকে ভোর ৪টায় পদযাত্রা শুরু করেন। পথিমধ্যে তিনি অল্প সময়ের বিশ্রাম নিয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে হেঁটে নগরীর সার্কিট হাউস এলাকায় পৌঁছান। পরে সেখানে তাঁকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা স্বাগত জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত