রাতে হামজার ক্লাবের ফাইনাল দেখবেন কোথায়
দ্বিতীয় স্তরের লিগ, তবু ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ এটি। জিতলে শুধু প্রিমিয়ার লিগে খেলার টিকিটই নয়, মিলবে ২২০ মিলিয়ন পাউন্ডও। টাকার অঙ্কে যা ৩ হাজার ৬১৭ কোটি ২৩ লাখ! ফলে আর্থিকভাবে ফুলেফেঁপে উঠবে বিজয়ী ক্লাব। বাংলাদেশের ফুটবলপ্রেমীদেরও চোখ থাকবে এই ম্যাচে।