Ajker Patrika

এবার তলানির দলের কাছে হারলেন হামজারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২০: ১৭
শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে খেলতে নামেন হামজা। ফাইল ছবি
শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে খেলতে নামেন হামজা। ফাইল ছবি

চ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।

হোম পার্কে এদিন শুরুর একাদশে খেলেননি হামজা। মাঠে নামেন ৮০ মিনিটে, ততক্ষণ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল শেফিল্ড। কিন্তু এর ঠিক এক মিনিট পরই রায়ান হার্ডির গোলে সমতা ফেরায় প্লিমাউথ। ৮৮ মিনিটে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন মুহামেদ তিজানি।

ম্যাচের ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও তাই হেরে মাঠ ছাড়তে হয় শেফিল্ডকে।এনিয়ে টানা তিন হারে হুমকির মুখে পড়ে গেল তাদের সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন। ৪২ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট পেয়ে বার্নলি দুই ও লিডস ইউনাইটেড রয়েছে শীর্ষে।

লিগ শেষ হতে বাকি রয়েছে আর চার রাউন্ড। ৪৬ ম্যাচ শেষে সেরা দুইয়ে থাকতে না পারলে প্লে অফ খেলতে হবে হামজাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত