Ajker Patrika

হামজাদের ম্যাচের টিকিট নিয়ে বিপাকে বাফুফে, আছে পার্টনার পরিবর্তনের চিন্তাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে সেদিন টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হবে না দর্শকদের! কিন্তু কথার সঙ্গে কাজে মিল আর দেখা গেল না প্রতিষ্ঠানটির।

গতকাল রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছির দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি।

২৪ ঘণ্টার মধ্যেই জটিলতা কাটিয়ে ওঠার কথা বললেও আজ রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করতে পারেনি। তবে টিকিফাই তাদের সমস্যার কার্যকরী কোনো সমাধান না দেখাতে পারলে পার্টনার পরিবর্তনের কথাও ভাবছে বাফুফে। আজকের পত্রিকাকে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে। টিকিট বিক্রি করলে তো আমাদেরই লাভ। কারণ সেখান থেকে রাজস্ব আসবে। তাই আমরা তাদের (টিকিফাই) ওপর সেভাবে চাপ দিচ্ছি। তারা না করতে পারলে দরকার হলে আমরা পার্টনার পরিবর্তন করব। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।’

অনেকের ক্রয়কৃত টিকিটের সঙ্গে ই-মেইলের বিবরণ মিলছে না। এনিয়ে আজ বাফুফে ভবনে তাজওয়ার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিকাল ও ফরেনসিক অডিট করব। কোন টিকিট মিস ম্যাচ হয়েছে কার পেমেন্ট হয়েছে, টিকিট ম্যাচ করে নাকি আমাদের সঙ্গে সেটার চেক করব। ভুল ত্রুটি সংশোধন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত