নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ সম্মেলনে সেদিন টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হবে না দর্শকদের! কিন্তু কথার সঙ্গে কাজে মিল আর দেখা গেল না প্রতিষ্ঠানটির।
গতকাল রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছির দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি।
২৪ ঘণ্টার মধ্যেই জটিলতা কাটিয়ে ওঠার কথা বললেও আজ রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করতে পারেনি। তবে টিকিফাই তাদের সমস্যার কার্যকরী কোনো সমাধান না দেখাতে পারলে পার্টনার পরিবর্তনের কথাও ভাবছে বাফুফে। আজকের পত্রিকাকে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে। টিকিট বিক্রি করলে তো আমাদেরই লাভ। কারণ সেখান থেকে রাজস্ব আসবে। তাই আমরা তাদের (টিকিফাই) ওপর সেভাবে চাপ দিচ্ছি। তারা না করতে পারলে দরকার হলে আমরা পার্টনার পরিবর্তন করব। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।’
অনেকের ক্রয়কৃত টিকিটের সঙ্গে ই-মেইলের বিবরণ মিলছে না। এনিয়ে আজ বাফুফে ভবনে তাজওয়ার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিকাল ও ফরেনসিক অডিট করব। কোন টিকিট মিস ম্যাচ হয়েছে কার পেমেন্ট হয়েছে, টিকিট ম্যাচ করে নাকি আমাদের সঙ্গে সেটার চেক করব। ভুল ত্রুটি সংশোধন করব।’
সংবাদ সম্মেলনে সেদিন টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হবে না দর্শকদের! কিন্তু কথার সঙ্গে কাজে মিল আর দেখা গেল না প্রতিষ্ঠানটির।
গতকাল রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছির দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি।
২৪ ঘণ্টার মধ্যেই জটিলতা কাটিয়ে ওঠার কথা বললেও আজ রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করতে পারেনি। তবে টিকিফাই তাদের সমস্যার কার্যকরী কোনো সমাধান না দেখাতে পারলে পার্টনার পরিবর্তনের কথাও ভাবছে বাফুফে। আজকের পত্রিকাকে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে। টিকিট বিক্রি করলে তো আমাদেরই লাভ। কারণ সেখান থেকে রাজস্ব আসবে। তাই আমরা তাদের (টিকিফাই) ওপর সেভাবে চাপ দিচ্ছি। তারা না করতে পারলে দরকার হলে আমরা পার্টনার পরিবর্তন করব। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।’
অনেকের ক্রয়কৃত টিকিটের সঙ্গে ই-মেইলের বিবরণ মিলছে না। এনিয়ে আজ বাফুফে ভবনে তাজওয়ার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিকাল ও ফরেনসিক অডিট করব। কোন টিকিট মিস ম্যাচ হয়েছে কার পেমেন্ট হয়েছে, টিকিট ম্যাচ করে নাকি আমাদের সঙ্গে সেটার চেক করব। ভুল ত্রুটি সংশোধন করব।’
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৪ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৬ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৬ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে