ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস। দুইয়ে অবস্থান করলে বার্নলি। বার্নলি, লিডসের সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৬। ২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত হামজার দলের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে গতকাল বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। ২৮ মিনিটের সময়ই ধাক্কা খায় শেফিল্ড। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ্য এনে দেন। বার্নলি আরেক মিডফিল্ডার জশ কালেন প্রথমে শট নিলে সেটা শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার কোনোরকমে ফিরিয়ে দিয়েছেন। ফিরতি সুযোগে গোল করেন ব্রাউনহিল।
সমতায় ফিরতে হামজাদের লেগেছে ৯ মিনিট। ৩৭ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ফরোয়ার্ড টমাস ক্যানন। প্রথমার্ধেই এগিয়ে গেছে বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্নলি মিডফিল্ডার ব্রাউনহিল। ম্যাচের এই তিন গোল হয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আর চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
আরও খবর পড়ুন:
ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস। দুইয়ে অবস্থান করলে বার্নলি। বার্নলি, লিডসের সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৬। ২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত হামজার দলের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে গতকাল বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। ২৮ মিনিটের সময়ই ধাক্কা খায় শেফিল্ড। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ্য এনে দেন। বার্নলি আরেক মিডফিল্ডার জশ কালেন প্রথমে শট নিলে সেটা শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার কোনোরকমে ফিরিয়ে দিয়েছেন। ফিরতি সুযোগে গোল করেন ব্রাউনহিল।
সমতায় ফিরতে হামজাদের লেগেছে ৯ মিনিট। ৩৭ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ফরোয়ার্ড টমাস ক্যানন। প্রথমার্ধেই এগিয়ে গেছে বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্নলি মিডফিল্ডার ব্রাউনহিল। ম্যাচের এই তিন গোল হয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আর চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
আরও খবর পড়ুন:
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে