Ajker Patrika

দেশে হামজার অভিষেক ম্যাচের টিকিট নিয়ে হতে পারে কাড়াকাড়ি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২০: ১৫
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফের কমপিটিশন কমিটি ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। ছবি: বাফুফে
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফের কমপিটিশন কমিটি ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। ছবি: বাফুফে

বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ ফুটবলের নবজাগরণের দেখছেন অনেকেই। হামজাদের মতো ফুটবল তারকারা বাংলাদেশের হয়ে খেলায় ভক্ত-সমর্থকদের মাঝে ম্যাচের টিকিট পাওয়া নিয়েও জেগেছে আশা-প্রত্যাশা। ব্যাপারটি অনুভব করছে ফুটবল ফেডারেশনও। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সংস্কার কাজ চলমান ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই উপলক্ষে আজ বাফুফের কম্পিটিশন কমিটি বসেছিল বৈঠকে। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও।

বাফুফে জানিয়েছে, সমর্থকদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করবে তারা। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজারের বেশি টিকিট বিক্রির আশা তাদের। সভা শেষে কমপিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, নতুন মাঠে দর্শক ফেরাতে সব চেষ্টাই করবে বাফুফে। তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকেরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এ জন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’

হামজার ঘরের মাঠে অভিষেক ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনাও আছে বাফুফের। এ নিয়ে তাজওয়ার বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে। বাফুফেও সেই পথে হাটতে চায়, আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত