বাংলাদেশেই সবচেয়ে বেশি উপভোগ করি
চণ্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত কোচ। শুধু সাফল্যেই নয়; কাজের ধরন, কোচিং দর্শন, তাঁর কঠোর মনোভাব কিংবা ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক সব সময় বাড়তি কৌতূহল তৈরি করে। বাংলাদেশে তাঁর দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সফল হলেও কঠিন কিছু চ্যালেঞ্জ হাথুরুর সামনে।