Ajker Patrika

‘যা করার তা-ই করতে হবে অধিনায়ক লিটনকে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৩, ১২: ০৪
‘যা করার তা-ই করতে হবে অধিনায়ক লিটনকে’

আঙুলের চোটে আগেই আফগানিস্তান টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই আফগানদের বিপক্ষে লিটন দাসই অধিনায়কত্ব করবেন—এ তথ্য অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে যাচ্ছেন তিনি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করেছিলেন লিটন। তবে টেস্টে লিটনের নেতৃত্ব কেমন হবে?

বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ মনে করেন, দলের জন্য যা দরকার সেটাই করবেন লিটন। কোচের প্রত্যাশা যে ইতিবাচক কিছুরই নির্দেশ করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কাল থেকে মিরপুরে শুরু হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের একমাত্র টেস্ট। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেছেন, ‘যা করার তা-ই করতে হবে। ব্যাটিংয়ের ব্যাপার আলাদা। যখন তুমি ব্যাটার, তখন তুমি সেরা ব্যাটার। আর অধিনায়ক হলো বাকি ১০ ক্রিকেটারের নেতা।’

গত কয়েক বছর ধরে ব্যাটিংয়েও দারুণ অবদান রাখছেন লিটন। ২০২২ সালে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। শিষ্যকে নিয়ে হাথুরুর গলায় ছিল প্রশংসার সুর, ‘সে (লিটন) বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনা। অনেক তরুণ বয়স থেকে সে আছে, এখন আমরা এর সুফল পাচ্ছি। ২০১৭ সালে নিউজিল্যান্ডে গেলাম, তখন দুজন অতিরিক্ত খেলোয়াড় ছিল—ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। এখন ওরা নেতৃত্বের পর্যায়ে আছে। এভাবেই খেলোয়াড় গড়ে তুলতে হয়।’

কয়েক ম্যাচ খেলিয়ে খারাপ করলেই বাদ দেওয়ার পক্ষে নন হাথুরু, ‘দুই-তিন ম্যাচ খেলিয়ে বাদ দিলেই হবে না। ট্যালেন্ট খুঁজে পেতে হলে ওদের সঙ্গে কাজ করতে হবে।’

বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টে এখনো সেভাবে আলো ছড়াতে পারেনি। তবে হাথুরু সেখানেও পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত দিলেন, ‘টেস্টই ক্রিকেটের সবচেয়ে উঁচু স্তর। অন্য ফরম্যাট যতই জনপ্রিয় হয়ে উঠুক। একজন ক্রিকেটারের স্কিল পরীক্ষিত হয় টেস্ট ক্রিকেটে। একই সঙ্গে মানসিক দক্ষতাও। তাই টেস্টের চেয়ে ভালো ফরম্যাট কোনো ক্রিকেটারের কাছেই নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত