Ajker Patrika

ক্রিকেটারদের মনের ওপর বিসিবির বিশেষ নজর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৩, ১২: ৫৭
ক্রিকেটারদের মনের ওপর বিসিবির বিশেষ নজর

ছুটি কাটিয়ে ফেরার সময় মনোবিদ অ্যালান ব্রাউনকে নিয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেটারদের মনোজগৎ নিয়ে দুই সপ্তাহ কাজ করবেন ব্রাউন। গতকাল বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে আগে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের সঙ্গে মেন্টাল স্ট্রেংথ বিষয়ে এক ঘণ্টার একটি সেশন করেছেন তিনি।

সশরীরে না থাকলেও ক্রিকেটারদের সঙ্গে ভবিষ্যতে অনলাইনে কাজ করবেন ব্রাউন। এর মধ্যে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে একজন স্পোর্টস সাইকোলজিস্ট ফিল জনসি চূড়ান্ত করেছে বোর্ড। এশিয়া কাপের আগে আগামী ১১ আগস্ট বাংলাদেশে আসার কথা তাঁর। হাথুরুসিংহের প্রথম মেয়াদেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছিলেন তিনি। শুধু জাতীয় দল না, বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটেও যোগ দিয়েছেন একজন মনোবিদ।

ক্রিকেটারদের জাতীয় দলে আসার আগেই মনোবিদের শরণাপন্ন নিতে বিসিবির এই উদ্যোগ। স্পোর্টস সাইকোলজিস্টের সঙ্গে ব্রাউনের কাজের ধরন ভিন্ন। দুজনের কাজের পার্থক্য নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, স্পোর্টস সাইকোলজিস্ট একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সমস্যা সমাধানের কাজ করে। অ্যালান ব্রাউনের কাজ হচ্ছে, একটা খেলোয়াড়ের দক্ষতাকে কীভাবে দলের সঙ্গে এক করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত