Ajker Patrika

‘বিশ্বকাপের আগ পর্যন্ত তাইজুল-নাসুমের আসা-যাওয়া চলবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৪: ৫৪
‘বিশ্বকাপের আগ পর্যন্ত তাইজুল-নাসুমের আসা-যাওয়া চলবে’

গত কয়েক সিরিজে ধরে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদকে অদলবদল করে খেলাচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহে। এক সিরিজ তাইজুল খেলেন তো পরের সিরিজ নাসুম। বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে জানালেন, বিশ্বকাপের আগ পর্যন্ত এ দুই বাঁহাতি স্পিনারের এমন আসা-যাওয়া চলতে থাকবে। এটা তাঁরা করছেন পরিষ্কার চিন্তা থেকেই।

গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ছিলেন নাসুম। হাথুরু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে জায়গা হারান নাসুম। ফেরানো হয় এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো খেলা তাইজুলকে।

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেন তাইজুল। ৩ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। তবু তাইজুল আবার আয়ারল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেই বাদ পড়েন। ফের আনা হয় নাসুমকে। যদিও আইরিশদের বিপক্ষে নিজেদের মাঠে অনুজ্জ্বল ছিলেন তিনি।

পরের সিরিজেই আবার বাদ পড়লেন নাসুম। আগামী মাসে ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজের দলে আবার সুযোগ পেয়েছেন তাইজুল। 

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে সংবাদমাধ্যমকে এই নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে ব্যাখ্যা দেন হাথুরুসিংহে, ‘আমরা আলোচনা করেছি, আমি দল বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। বিশ্বকাপের আগে অবধি এমন চলতেই থাকবে।’

পারফর্ম করেও একজন খেলোয়াড়ের এমন আসা-যাওয়ার মধ্যে থাকা পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি বাংলাদেশ কোচের, ‘করবে না। কারণ তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি প্রভাব ফেলবে না। যদি ফেলে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফরম্যান্সেও ইফেক্ট করবে। এমন খেলোয়াড় আমরা দলে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত