Ajker Patrika

টেস্ট নেতৃত্বের রোমাঞ্চ লিটনের

বোরহান জাবেদ, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৩, ১৩: ৩৫
টেস্ট নেতৃত্বের রোমাঞ্চ লিটনের

ওয়ানডেতে লিটন দাস অধিনায়কত্বের স্বাদ পেয়েছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে। তামিম ইকবালের অনুপস্থিতিতে অভিষেক বেশ ভালোভাবেই রাঙিয়েছেন। এবার টেস্ট অধিনায়কত্বেও যখন তাঁর হাতেখড়ির অপেক্ষা, নেতৃত্বের ভার নিতে লিটনের অনীহা নিয়ে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে।

সম্প্রতি চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে ছয় সপ্তাহ সাকিবকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। লিটনের হাতে অধিনায়কত্বের ব্যাটন ওঠার পরিস্থিতিটা তৈরি হয়েছে এ পরিপ্রেক্ষিতে।

প্রায় ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে লিটনকে। কঠিন সময় পেছনে ফেলে তিনি এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ব্যাটসম্যানশিপে আরও উন্নতি করতে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ লিটনের। অধিনায়কত্বের চাপে ব্যাটিং যেন ভুলে না যান, সেটি ভেবে নেতৃত্বে তাঁর অনীহা তৈরি হওয়ার গুঞ্জনটা বেশ শোনা গেছে গত কদিনে। লিটন নিজেই এই গুঞ্জন উড়িয়ে দিলেন গতকাল। বিসিবি একাডেমি মাঠে তিনি বলেছেন, ‘এমন কিছুই না। এটা নিয়ে এত খবর কেন হচ্ছে, আমি জানি না। এটা সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত। এখানে আমার কোনো হাত নেই। আমার কিছু বলারও নেই। বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। হয়তো আর দুদিন পরই জানা যাবে।’

এ বিষয়ে বোর্ডের ভাবনা লিটনকে ঘিরে, যেহেতু তিনি টেস্টের সহ-অধিনায়ক। নিয়ম মেনে সহ-অধিনায়কই যে অধিনায়ক হবেন পরশু আজকের পত্রিকাকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও সেটাই জানিয়েছেন। লিটনও টেস্ট অধিনায়কত্ব নিয়ে যথেষ্ট রোমাঞ্চিত, ‘যদি অধিনায়কত্ব করি, অবশ্যই রোমাঞ্চ থাকবে। প্রথমবার টেস্ট অধিনায়ক হব, আমার জন্য এটা একটা বড় অর্জন।’ লিডারশিপ গ্রুপের সঙ্গে লিটনের পথচলা অবশ্য সাকিবের ডেপুটি হওয়ার পর থেকেই। মাঠে অধিনায়কের অনুপস্থিতি ঘটলে বেশির ভাগ সময় লিটনের কাঁধেই দায়িত্ব বর্তে।

অধিনায়কের সঙ্গে মাঠে লিটনকে যথেষ্ট সক্রিয় দেখা যায়। অধিনায়কের সহায়তা করা নিয়ে বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমি অধিনায়ককে সহায়তা করি। আমার মাথায় যে চিন্তা-ভাবনা আসে, অধিনায়ককে বলি। দলের ভালোর জন্য যেটা হয়, যেকোনো খেলায় আমি করি। এটা হতে পারে ঘরোয়া কিংবা বিপিএল আর জাতীয় দলে তো অবশ্যই।’

বিশ্বকাপের বছরে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতাপূর্ণ এমন একটা দলই চাইবে বাংলাদেশ। ভারতে বিশ্বকাপ ঘিরে যে বড় স্বপ্নই দোলা দিচ্ছে মনে। বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সারথি হতে পারেন লিটন। বাকিদের মতো ২৮ বছর বয়সী ব্যাটার মনে বিশ্বকাপ নিয়ে বড় ছবিই আঁকছেন, ‘প্রতিটি খেলোয়াড়ই বিশ্বকাপ নিয়ে উজ্জীবিত হয়ে আছে, খেলাটা কবে হবে। আমরা এ সংস্করণটা অনেক দিন ধরে খেলছি। আমি মনে করি, এটা একটা বড় সুযোগ। কারণ, এশিয়ার কন্ডিশনে আমরা এরকম একটা ভালো দল নিয়ে যাব। আমার কাছে মনে হয়, ভাবনায় এ জিনিসটা সব সময় থাকবে, আমাদের জন্য একটা বড় সুযোগ আছে।’

চন্ডিকা হাথুরুসিংহের ফেরার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দলের পারফরম্যান্সে। ক্রিকেটারদের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটের মন্ত্র ছড়িয়ে দিয়েছেন হাতুরু। তবে সাম্প্রতিক সময়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিটন উইকেটকে সামনে আনছেন, ‘কেমন উইকেটে খেলা হচ্ছে, এটার ওপর অনেক কিছু নির্ভর করে। যদি মিরপুরে খেলা হয়, কোনো ব্যাটার গিয়েই প্রথম বল থেকে মারতে পারবে না। আয়ারল্যান্ডে খেললে ওখানে গড় রানই থাকে ৩০০-৩২০। আপনি যখন জানবেন উইকেটই এমন, আপনার শরীর-মন, মাইন্ড সেটআপ ওভাবেই এগোবে। উইকেট দেখেই ব্যাটাররা খেলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত