Ajker Patrika

তামিমকে নিয়ে হাথুরু যা বলছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৩, ১১: ৪৭
তামিমকে নিয়ে হাথুরু যা বলছেন

বৃষ্টির বাধায় গতকাল অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। টেস্টের আগের দিন আজ অবশ্য সকাল থেকে অনুশীলন করছে স্বাগতিকেরা। অনুশীলনের পরেই সিদ্ধান্ত হবে তামিম ইকবাল আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে খেলবেন কি না। টেস্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজেই জানিয়েছেন এ কথা।

এই মুহূর্তে তামিমের কী অবস্থা—এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তামিমের অবস্থা বুঝতে সে আজ অনুশীলন করবে। ফিল্ডিং-ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব। এরপর তাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।’

পিঠের চোট গত কদিন ধরেই ভোগাচ্ছে তামিমকে। এই ব্যথা নিয়েই গত পরশু দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। যত দূর জানা গেছে, এই টেস্টে তামিমের খেলার সম্ভাবনা ক্ষীণ। সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই পুরোপুরি ফিট না হলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি হওয়ার কথা ছিল দুই ম্যাচের। তবে সাদা বলের প্রাধান্য দিতে গিয়ে কমে এসেছে একটি টেস্ট। এক ম্যাচের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভুক্ত নয়। এক টেস্টের সিরিজটি তাই ক্রিকেটারদের জন্য কতটা প্রাসঙ্গিক—এমন এক প্রশ্নে হাথুরু বলেছেন, ‘দেশের হয়ে খেলবেন, এটার চেয়ে বড় কিছু হতে পারে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা কত দিন আগে এসেছে? দুই-তিন বা চার বছর আগে, তাই তো? এর আগেও দেশের হয়ে ক্রিকেটাররা টেস্ট খেলেছেন। ৯-১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখেই তো বেড়ে উঠেছি। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সেটা ভুল জায়গা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত