সাকিব-তামিমের ‘খারাপ’ সম্পর্কে সমস্যা দেখেন না হাথুরু
দুই দিন আগে এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়। এর অন্যতম কারণ হিসেবে তিনি দাবি করেছেন, দলের মধ্যে গ্রুপিং রয়েছে। এ ছাড়া তিনি জানিয়েছেন, দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল একে অন্যের সঙ্গে কথা বলেন না।