Ajker Patrika

যেভাবে সাকিবদের ড্রেসিংরুমের পরিবেশ বদলে দিলেন হাথুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬: ১০
Thumbnail image

চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।

হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’

বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’

খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত