নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’
চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৮ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৯ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১২ ঘণ্টা আগে