নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’
চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
১ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
২ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৪ ঘণ্টা আগে