নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিন আগে এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়। এর অন্যতম কারণ হিসেবে তিনি দাবি করেছেন—দলের মধ্যে গ্রুপিং রয়েছে। এ ছাড়া তিনি জানিয়েছেন, দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল একে অন্যের সঙ্গে কথা বলেন না। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করার আগে তিনি জানিয়েছেন, সাকিব-তামিমের বিষয়গুলো যদি দলে প্রভাব না পড়ে, তিনি কোনো সমস্যা দেখছেন না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাথুরু বলেন, ‘প্রথমত আমি এখানে এসেছি সাত দিন হয়েছে। আমি এমন ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিল ছিল না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতেও হবে না।’
বাংলাদেশ কোচ বললেন, ‘যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।’
সাকিব-তামিম নিজেদের দায়িত্ব বুঝতে পেরেছেন, এতেই খুশি হাথুরু। বাংলাদেশের লঙ্কান কোচ বললেন, ‘আমার মতে, তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে, কীভাবে প্রস্তুতি নিতে চায়। তো এদিক থেকে খুব উন্নতি হয়েছে।’
আরও পড়ুন:
দুই দিন আগে এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়। এর অন্যতম কারণ হিসেবে তিনি দাবি করেছেন—দলের মধ্যে গ্রুপিং রয়েছে। এ ছাড়া তিনি জানিয়েছেন, দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল একে অন্যের সঙ্গে কথা বলেন না। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করার আগে তিনি জানিয়েছেন, সাকিব-তামিমের বিষয়গুলো যদি দলে প্রভাব না পড়ে, তিনি কোনো সমস্যা দেখছেন না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাথুরু বলেন, ‘প্রথমত আমি এখানে এসেছি সাত দিন হয়েছে। আমি এমন ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিল ছিল না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতেও হবে না।’
বাংলাদেশ কোচ বললেন, ‘যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।’
সাকিব-তামিম নিজেদের দায়িত্ব বুঝতে পেরেছেন, এতেই খুশি হাথুরু। বাংলাদেশের লঙ্কান কোচ বললেন, ‘আমার মতে, তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে, কীভাবে প্রস্তুতি নিতে চায়। তো এদিক থেকে খুব উন্নতি হয়েছে।’
আরও পড়ুন:
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে