Ajker Patrika

টি-টোয়েন্টিতে পার্থক্য দেখতে চান হাথুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
টি-টোয়েন্টিতে পার্থক্য দেখতে চান হাথুরু

দ্বিতীয় ধাপে চন্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সংস্করণে বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়ে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন হাথুরুসিংহে—

টি-টোয়েন্টি দলকে যেমন দেখলেন
আজই (গতকাল) টি-টোয়েন্টি দলকে দেখলাম। ২০২৪ বিশ্বকাপ যাত্রার শুরু বলতে পারেন এটাকে। এরপর অনেক জল গড়াবে। আমাদের কী আছে, সেটি পর্যবেক্ষণ করব। কোথায় খেলোয়াড়েরা উন্নতি করতে পারে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে।

প্রতিবছর বিশ্বকাপ পরিকল্পনা 
আমার মনে হয় না এটি কঠিন, (বরং) বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার একটা সুযোগ। (পরের বিশ্বকাপ) কোথায় হবে, সেটি ভেবে দেখতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে বলে আমরা কিছুটা বেশি জানি, অন্য দলগুলোর তুলনায় (বেশি) সফর করেছি সেখানে। সেসব ভেবেই ঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করা হবে। অনেক খেলোয়াড়ের জন্যই এটি সুযোগ।

বিগ হিটিং শেখানো 
পাওয়ারটা অনেক বড় নিয়ামক। তবে এখানে আপনার প্রক্রিয়াটা ভালো হতে হবে, সুইংটা (ব্যাট সুইং) ভালো হতে হবে, ভিত্তিও। এসব বিষয়ে উন্নতি আনা যায় কিন্তু পাওয়ার থাকলে সেটা বাড়তি সুবিধা দেবে।

ইংল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা
আমরা আমাদের শক্তির ওপর নির্ভর করে খেলব। তারপর দেখব বিশ্ব চ্যাম্পিয়ন আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়। 

নিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ 
আমি খুবই খোলামেলা। আমরা কী করতে পারি, সেটা দেখতে চাই। ক্রিকেটাররা যে কারণে দলে সুযোগ পেয়েছে, সেটাই করবে, এটাই আশা। আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বিশ্ব চ্যাম্পিয়ন তাদের সামনে নিজেদের দেখার সুযোগ যে তারা কোথায় আছে। আমি দেখব, নিজেদের কন্ডিশনে আমরা তাদের চেয়ে ভালো কি না। সিরিজ জেতাই লক্ষ্য। আমি জাদুকর বা এমন কেউ নই যে ভবিষ্যৎ বলে দিতে পারব। আমরা জেতার চেষ্টাই করব।

বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে আশা
আমার প্রত্যাশা সব সময়ই অনেক উঁচু। ফিল্ডিংয়ে সম্ভব হলে আমাদের এশিয়ার সেরা দল হতে হবে। দেখতে পারি, নিজেরা কী করছি এবং আমরা কোথায় পৌঁছাতে পারি। তারুণ্য মাঠে সব সময়ই ফিল্ডিংয়ে সহায়তা করে। কারণ, তারা গতিময় ও প্রাণচঞ্চল।

কোথায় ইংল্যান্ড বেশি শক্তিশালী
ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন। ওয়ানডেতে বেশ থিতু একটা দল। তবে টি-টোয়েন্টিতে এখনো তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমার মনে হয় না যে দলটা তাদের ২০২২ বিশ্বকাপ জিতিয়েছে সেটাই ২০২৪ বিশ্বকাপে খেলবে। নতুন খেলোয়াড় চেষ্টা করে দেখছে। সে লক্ষ্যেই তারা পরিকল্পনা করে দল তৈরি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত