Ajker Patrika

হাথুরু বললেন, আমি জাদুকর নই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫: ১৬
হাথুরু বললেন, আমি জাদুকর নই

দ্বিতীয় ধাপে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছেন চণ্ডিকা হাথুরুসিংহে। সিরিজে বাংলাদেশ যে হাথুরুর মন জয় করতে পারেনি, সেটা বলাই যায়। তবে ওয়ানডে সিরিজ নিয়ে পড়ে থাকার বেশি সময় নেই, আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

একটু অবাক করা হলেও এটা সত্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে দুই দল মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সিরিজে কেমন করতে পারে এক প্রশ্নে হাথুরু কিছুটা মজা করেই বললেন, ‘আমি তো জাদুকর না।’

প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাথুরু বলেছেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যে জন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে। আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের স্কিল এই মুহূর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।’

দুই দলের একমাত্র মুখোমুখি লড়াইয়ে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে জয় পেয়েছিল ইংল্যান্ড। এবার নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের লক্ষ্য কী প্রশ্নে হাথুরু আরও বলেছেন, ‘এটাই তো লক্ষ্য (সিরিজ জয়)। আমি তো জাদুকর না যে আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত