গান গেয়েই সংসার চলে আমির হোসেনের
শিল্পী হিসেবে নেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। গানের সময় প্রয়োজন হয় না বাদ্যযন্ত্রের। নিজেই গান রচনা করে পরিবেশন করেন। পথে, ঘাটে, হাঁটে যে কারও অনুরোধে গান গেয়ে শোনান। গান শুনে মুগ্ধ হয়ে অনেকেই তাঁর গান ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন