Ajker Patrika

চার দিন পর হাতিয়া থেকে ট্রলার চলাচল শুরু

প্রতিনিধি, হাতিয়া
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৬
চার দিন পর হাতিয়া থেকে ট্রলার চলাচল শুরু

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় চার দিন পর হাতিয়া থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারগুলো নির্দিষ্ট রুটে ছেড়ে যায়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত রোববার সকাল থেকে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। 

সরেজমিন নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, গত চার দিন ওই রুটে যাত্রী পারাপার বন্ধ ছিল। ফলে হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়ে। তাই নৌ চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাটে রয়েছে অতিরিক্ত ভিড়। অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে ঘাটে অবস্থান করা নৌপুলিশ সদস্যদের অনেক বেগ পেতে হচ্ছে। 

অন্যদিকে হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে ঢাকায় যাতায়াত করা ট্রলারগুলোও গত চার দিন বন্ধ ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আজ থেকে এই রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তমরদ্দি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়। যাত্রী ছাড়াও এই রুটে প্রচুর মাছ ঢাকার বিভিন্ন আড়তে পাঠান ব্যবসায়ীরা। সকাল থেকে অতিরিক্ত মাছের ঝুড়ি নিয়ে ঢাকার লঞ্চে ওঠানোর জন্য ব্যবসায়ীদের ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।

চার দিন পর হাতিয়া থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু হয়েছেঘাটে দায়িত্ব পালন করা হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, `আজ সকাল থেকে অনেকগুলো ট্রলার যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এখনো ঘাটে অনেক যাত্রী অপেক্ষা করছে। যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রলারে ওঠাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।' 

নিঝুম দ্বীপের মাছ ব্যবসায়ী কেফায়েত উল্লা বলেন, গত চার দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় আমরা প্রতিদিন মাছগুলো বরফ দিয়ে রেখেছি। আজ চার দিনের জমানো মাছ একসঙ্গে ঢাকায় পাঠাতে হচ্ছে। তাই ঘাটে ব্যবসায়ীদের উৎকণ্ঠায় সময় পার করতে হচ্ছে। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঘাটে আইনশৃঙ্খলা ঠিক রাখতে নৌপুলিশকে অবস্থান করতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত