প্রতিনিধি, হাতিয়া
আবহাওয়া স্বাভাবিক হওয়ায় চার দিন পর হাতিয়া থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারগুলো নির্দিষ্ট রুটে ছেড়ে যায়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত রোববার সকাল থেকে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
সরেজমিন নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, গত চার দিন ওই রুটে যাত্রী পারাপার বন্ধ ছিল। ফলে হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়ে। তাই নৌ চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাটে রয়েছে অতিরিক্ত ভিড়। অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে ঘাটে অবস্থান করা নৌপুলিশ সদস্যদের অনেক বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে ঢাকায় যাতায়াত করা ট্রলারগুলোও গত চার দিন বন্ধ ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আজ থেকে এই রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তমরদ্দি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়। যাত্রী ছাড়াও এই রুটে প্রচুর মাছ ঢাকার বিভিন্ন আড়তে পাঠান ব্যবসায়ীরা। সকাল থেকে অতিরিক্ত মাছের ঝুড়ি নিয়ে ঢাকার লঞ্চে ওঠানোর জন্য ব্যবসায়ীদের ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
ঘাটে দায়িত্ব পালন করা হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, `আজ সকাল থেকে অনেকগুলো ট্রলার যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এখনো ঘাটে অনেক যাত্রী অপেক্ষা করছে। যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রলারে ওঠাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।'
নিঝুম দ্বীপের মাছ ব্যবসায়ী কেফায়েত উল্লা বলেন, গত চার দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় আমরা প্রতিদিন মাছগুলো বরফ দিয়ে রেখেছি। আজ চার দিনের জমানো মাছ একসঙ্গে ঢাকায় পাঠাতে হচ্ছে। তাই ঘাটে ব্যবসায়ীদের উৎকণ্ঠায় সময় পার করতে হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঘাটে আইনশৃঙ্খলা ঠিক রাখতে নৌপুলিশকে অবস্থান করতে বলা হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হওয়ায় চার দিন পর হাতিয়া থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারগুলো নির্দিষ্ট রুটে ছেড়ে যায়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত রোববার সকাল থেকে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
সরেজমিন নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, গত চার দিন ওই রুটে যাত্রী পারাপার বন্ধ ছিল। ফলে হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়ে। তাই নৌ চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাটে রয়েছে অতিরিক্ত ভিড়। অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে ঘাটে অবস্থান করা নৌপুলিশ সদস্যদের অনেক বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে ঢাকায় যাতায়াত করা ট্রলারগুলোও গত চার দিন বন্ধ ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আজ থেকে এই রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তমরদ্দি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়। যাত্রী ছাড়াও এই রুটে প্রচুর মাছ ঢাকার বিভিন্ন আড়তে পাঠান ব্যবসায়ীরা। সকাল থেকে অতিরিক্ত মাছের ঝুড়ি নিয়ে ঢাকার লঞ্চে ওঠানোর জন্য ব্যবসায়ীদের ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
ঘাটে দায়িত্ব পালন করা হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, `আজ সকাল থেকে অনেকগুলো ট্রলার যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এখনো ঘাটে অনেক যাত্রী অপেক্ষা করছে। যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রলারে ওঠাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।'
নিঝুম দ্বীপের মাছ ব্যবসায়ী কেফায়েত উল্লা বলেন, গত চার দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় আমরা প্রতিদিন মাছগুলো বরফ দিয়ে রেখেছি। আজ চার দিনের জমানো মাছ একসঙ্গে ঢাকায় পাঠাতে হচ্ছে। তাই ঘাটে ব্যবসায়ীদের উৎকণ্ঠায় সময় পার করতে হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঘাটে আইনশৃঙ্খলা ঠিক রাখতে নৌপুলিশকে অবস্থান করতে বলা হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
১৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিট হরাইজন নামের একটি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক এই মহাসড়ক অবরোধ করেন।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
৪০ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
৪৩ মিনিট আগে