Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০০: ১১
দোকানে চুরি।  ছবি: সংগৃহীত
দোকানে চুরি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকায় একটি টেলিকমের দোকানে দিনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।

পুলিশ ও মাস্টার টেলিকম মোবাইল বিক্রয় সার্ভিসিং সেন্টারের দোকানমালিক বকুল মিয়া জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ওত পেতে থাকা সাতজন চোর দোকানের তালা আঠাজাতীয় জিনিস দিয়ে খুলে ভেতরে ঢুকে ৫-৭ মিনিটের মধ্যে দোকানে থাকা ১৫টি স্মার্টফোন, ১০-১৫ হাজার টাকা এবং ড্রয়ার ভেঙে নিয়ে গেছে। সে সময় দোকানে মারা দুটি তালা খুলে চোরদের নিজের একটি নতুন তালা মেরে গেছে। এ ঘটনার পুরো চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে জানান, জুমার নামাজে সবাই যখন ব্যস্ত ছিল, সে সময় তারা চুরি করেছে। সেখানে থাকা প্রায় সাত লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে। তারা সবাই বাইরের এলাকার চোর।

ওসি আরও বলেন, তারা পেশাদার চোর। ধারণা করা হচ্ছে, তারা মোবাইল চুরি করে পাশের দেশ ভারতে পাচার করে দিয়েছে। তাদের ধরতে পুলিশ, ডিবিসহ একাধিক টিম কাজ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত