ব্যবসা সহজ করে এফ কমার্স
একটা ব্যবসা দাঁড় করানোর কত ঝক্কি! পছন্দমতো জায়গা নেওয়া, অগ্রিম টাকা দেওয়া, জায়গাটা সাজানো, পণ্য ঠিকঠাক গুছিয়ে রাখা—নানা কিছু। এফ কমার্স এসে এই পথচলা সহজ করেছে। আরও পিন পয়েন্ট করে বললে, শুরুর কাজটা অনেক সহজ করেছে। এফ কমার্স হলো ফেসবুক কমার্স।