Ajker Patrika

পিউরিফায়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১০: ১৮
পিউরিফায়ার

নিরাপদ পানি পানের জন্য পিউরিফায়ার ব্যবহার করা হয়। সহজে পানি বিশুদ্ধ করার জন্য এটি বেশ জনপ্রিয়। বাজারে নানা ধরনের পিউরিফায়ার পাওয়া যায়। এটি যেমনই হোক, তার চাই সঠিক পরিচর্যা। সময়মতো ঠিকঠাক পরিচর্যা বা যত্ন না নিলে নিরাপদ পানি অনিরাপদ হয়ে ঘটাতে পারে স্বাস্থ্যঝুঁকি।

  • পিউরিফায়ারে গরম পানি ঢালা যাবে না। যদি ফুটানো পানি দিতেই হয় সে ক্ষেত্রে পানি ঠান্ডা করে তবেই পিউরিফায়ারে ঢালতে হবে।
  • সাত দিন অন্তর পিউরিফায়ারের ছাঁকনি পরিষ্কার করা উচিত। এটি ফিলটার থেকে বাইরে এনে বাসনপত্র ধোয়ার জন্য যেসব লিকুইড ব্যবহার করা হয়, সেগুলো দিয়ে পরিষ্কার করা যেতে পারে। নেট দিয়ে হালকা করে ভেতরটা ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর ফুটানো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর বাইরের অংশটি পরিষ্কার করার জন্য সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা যাবে।
  • পিউরিফায়ারের ভেতরের পার্টসগুলো সময়মতো বদলাতে হবে। কেননা এগুলোর নির্দিষ্ট মেয়াদ থাকে। আবার পানিতে আসা ময়লার ধরন এবং পরিমাণ বেশি হলে দ্রুতই বদলে ফেলা উচিত।
  • খেয়াল রাখতে হবে, পিউরিফায়ারের পানির ভেতর শেওলা জমেছে কি না। শেওলা জমলে দ্রুত পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আপনার ব্যবহৃত পণ্যের কোম্পানিকে জানাতে হবে। সে ক্ষেত্রে কোম্পানি থেকেই কর্মী এসে পরিষ্কার করে দিয়ে যাবেন।
  • মাঝে মাঝে ওয়াটার পিউরিফায়ারের ট্যাপটি খুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে নিতে হবে। এতে পিউরিফায়ারের ট্যাপে কোনো ব্যাকটেরিয়া জন্মালে বা ধীরগতিতে পানি পড়লে, সেসব সমস্যা ঠিক করে নেওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত