নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কম্পিউটারের মাউস বিষয়টির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। মাউস নানা রকমের হয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না কাজের জন্য ঠিক কোন ধরনের মাউস ব্যবহার করতে হবে। কোন কাজে কোন মাউসটি আপনার কাজের সহায়ক হবে সবচেয়ে বেশি, সেটা জানা থাকলে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না।
আপনার কাজের ধরন অনুযায়ী ঠিক করে নিতে হবে মাউস কেনার জন্য বাজেট কেমন হবে। তারযুক্ত এবং তার ছাড়া মাউস কিনতে পাওয়া যায়। ওয়্যারলেস বা তার ছাড়া মাউস ব্যবহারে কাজের কিছু সুবিধা দিলেও কিছু ত্রুটি থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন। বেশির ভাগ ওয়্যারলেস মাউস ব্যবহার করার জন্য একটি ডঙ্গল দরকার হয়।
এ ছাড়া আছে ব্লু-টুথ মাউস। এটি ব্লু-টুথ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়। ওয়্যারলেস মাউস আর ব্লু-টুথ মাউস প্রায় একই কাজ করে। তবে যেসব ডিভাইসে ব্লু-টুথ নেই বা যে কম্পিউটারে অভ্যন্তরীণ ব্লু-টুথ রিসিভার নেই, সেগুলোতে ইউএসবি রিসিভারের মাধ্যমেও ব্লু-টুথ মাউস।
প্রতিদিনের ব্যবহারের জন্য সাধারণ সেনসিটিভিটির বা অপটিক্যাল মাউস হলেই কাজ চালিয়ে নেওয়া যাবে। আর যদি একটু ইলাস্ট্রেশন বা আর্টের কাজ করতে হয়, সে ক্ষেত্রে মাউসের সেনসিটিভিটি একটু বেশি হলে ভালোভাবে কাজ করা যায়। কেননা মাউস অনেক সময় ঠিকমতো কাজ করে না। কাজের প্রয়োজনে এদিক-ওদিক কারসর সরানোর জন্য বা কোনো কমান্ড ঠিক করার সময় নাড়াতে গেলে ঠিকঠাক নড়ে না। ভারী লাগে বা যত দ্রুত কাজটি করতে চাই, সেটা সম্ভব হয়ে ওঠে না। তখন কাজে দেরি হয়ে যায় এবং বিরক্তিও আসে।।
আবার যদি কেউ গেমিং করার জন্য মাউস কিনতে চান, সে ক্ষেত্রে সাধারণ মানের মাউস দিয়ে গেমিং করা সম্ভব নয়। এ জন্য গেমিং মাউস কেনাই ভালো। এ ধরনের মাউস তৈরিই করা হয় গেমিংয়ের প্রয়োজন বিবেচনায় রেখে।
কম্পিউটারের মাউস বিষয়টির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। মাউস নানা রকমের হয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না কাজের জন্য ঠিক কোন ধরনের মাউস ব্যবহার করতে হবে। কোন কাজে কোন মাউসটি আপনার কাজের সহায়ক হবে সবচেয়ে বেশি, সেটা জানা থাকলে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না।
আপনার কাজের ধরন অনুযায়ী ঠিক করে নিতে হবে মাউস কেনার জন্য বাজেট কেমন হবে। তারযুক্ত এবং তার ছাড়া মাউস কিনতে পাওয়া যায়। ওয়্যারলেস বা তার ছাড়া মাউস ব্যবহারে কাজের কিছু সুবিধা দিলেও কিছু ত্রুটি থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন। বেশির ভাগ ওয়্যারলেস মাউস ব্যবহার করার জন্য একটি ডঙ্গল দরকার হয়।
এ ছাড়া আছে ব্লু-টুথ মাউস। এটি ব্লু-টুথ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়। ওয়্যারলেস মাউস আর ব্লু-টুথ মাউস প্রায় একই কাজ করে। তবে যেসব ডিভাইসে ব্লু-টুথ নেই বা যে কম্পিউটারে অভ্যন্তরীণ ব্লু-টুথ রিসিভার নেই, সেগুলোতে ইউএসবি রিসিভারের মাধ্যমেও ব্লু-টুথ মাউস।
প্রতিদিনের ব্যবহারের জন্য সাধারণ সেনসিটিভিটির বা অপটিক্যাল মাউস হলেই কাজ চালিয়ে নেওয়া যাবে। আর যদি একটু ইলাস্ট্রেশন বা আর্টের কাজ করতে হয়, সে ক্ষেত্রে মাউসের সেনসিটিভিটি একটু বেশি হলে ভালোভাবে কাজ করা যায়। কেননা মাউস অনেক সময় ঠিকমতো কাজ করে না। কাজের প্রয়োজনে এদিক-ওদিক কারসর সরানোর জন্য বা কোনো কমান্ড ঠিক করার সময় নাড়াতে গেলে ঠিকঠাক নড়ে না। ভারী লাগে বা যত দ্রুত কাজটি করতে চাই, সেটা সম্ভব হয়ে ওঠে না। তখন কাজে দেরি হয়ে যায় এবং বিরক্তিও আসে।।
আবার যদি কেউ গেমিং করার জন্য মাউস কিনতে চান, সে ক্ষেত্রে সাধারণ মানের মাউস দিয়ে গেমিং করা সম্ভব নয়। এ জন্য গেমিং মাউস কেনাই ভালো। এ ধরনের মাউস তৈরিই করা হয় গেমিংয়ের প্রয়োজন বিবেচনায় রেখে।
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে