Ajker Patrika

মাউস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৯: ৪৯
মাউস

কম্পিউটারের মাউস বিষয়টির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। মাউস নানা রকমের হয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না কাজের জন্য ঠিক কোন ধরনের মাউস ব্যবহার করতে হবে। কোন কাজে কোন মাউসটি আপনার কাজের সহায়ক হবে সবচেয়ে বেশি, সেটা জানা থাকলে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না।

আপনার কাজের ধরন অনুযায়ী ঠিক করে নিতে হবে মাউস কেনার জন্য বাজেট কেমন হবে। তারযুক্ত এবং তার ছাড়া মাউস কিনতে পাওয়া যায়। ওয়্যারলেস বা তার ছাড়া মাউস ব্যবহারে কাজের কিছু সুবিধা দিলেও কিছু ত্রুটি থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন। বেশির ভাগ ওয়্যারলেস মাউস ব্যবহার করার জন্য একটি ডঙ্গল দরকার হয়।

এ ছাড়া আছে ব্লু-টুথ মাউস। এটি ব্লু-টুথ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়। ওয়্যারলেস মাউস আর ব্লু-টুথ মাউস প্রায় একই কাজ করে। তবে যেসব ডিভাইসে ব্লু-টুথ নেই বা যে কম্পিউটারে অভ্যন্তরীণ ব্লু-টুথ রিসিভার নেই, সেগুলোতে ইউএসবি রিসিভারের মাধ্যমেও ব্লু-টুথ মাউস।

প্রতিদিনের ব্যবহারের জন্য সাধারণ সেনসিটিভিটির বা অপটিক্যাল মাউস হলেই কাজ চালিয়ে নেওয়া যাবে। আর যদি একটু ইলাস্ট্রেশন বা আর্টের কাজ করতে হয়, সে ক্ষেত্রে মাউসের সেনসিটিভিটি একটু বেশি হলে ভালোভাবে কাজ করা যায়। কেননা মাউস অনেক সময় ঠিকমতো কাজ করে না। কাজের প্রয়োজনে এদিক-ওদিক কারসর সরানোর জন্য বা কোনো কমান্ড ঠিক করার সময় নাড়াতে গেলে ঠিকঠাক নড়ে না। ভারী লাগে বা যত দ্রুত কাজটি করতে চাই, সেটা সম্ভব হয়ে ওঠে না। তখন কাজে দেরি হয়ে যায় এবং বিরক্তিও আসে।।

আবার যদি কেউ গেমিং করার জন্য মাউস কিনতে চান, সে ক্ষেত্রে সাধারণ মানের মাউস দিয়ে গেমিং করা সম্ভব নয়। এ জন্য গেমিং মাউস কেনাই ভালো। এ ধরনের মাউস তৈরিই করা হয় গেমিংয়ের প্রয়োজন বিবেচনায় রেখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত