নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কম্পিউটারের মাউস বিষয়টির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। মাউস নানা রকমের হয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না কাজের জন্য ঠিক কোন ধরনের মাউস ব্যবহার করতে হবে। কোন কাজে কোন মাউসটি আপনার কাজের সহায়ক হবে সবচেয়ে বেশি, সেটা জানা থাকলে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না।
আপনার কাজের ধরন অনুযায়ী ঠিক করে নিতে হবে মাউস কেনার জন্য বাজেট কেমন হবে। তারযুক্ত এবং তার ছাড়া মাউস কিনতে পাওয়া যায়। ওয়্যারলেস বা তার ছাড়া মাউস ব্যবহারে কাজের কিছু সুবিধা দিলেও কিছু ত্রুটি থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন। বেশির ভাগ ওয়্যারলেস মাউস ব্যবহার করার জন্য একটি ডঙ্গল দরকার হয়।
এ ছাড়া আছে ব্লু-টুথ মাউস। এটি ব্লু-টুথ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়। ওয়্যারলেস মাউস আর ব্লু-টুথ মাউস প্রায় একই কাজ করে। তবে যেসব ডিভাইসে ব্লু-টুথ নেই বা যে কম্পিউটারে অভ্যন্তরীণ ব্লু-টুথ রিসিভার নেই, সেগুলোতে ইউএসবি রিসিভারের মাধ্যমেও ব্লু-টুথ মাউস।
প্রতিদিনের ব্যবহারের জন্য সাধারণ সেনসিটিভিটির বা অপটিক্যাল মাউস হলেই কাজ চালিয়ে নেওয়া যাবে। আর যদি একটু ইলাস্ট্রেশন বা আর্টের কাজ করতে হয়, সে ক্ষেত্রে মাউসের সেনসিটিভিটি একটু বেশি হলে ভালোভাবে কাজ করা যায়। কেননা মাউস অনেক সময় ঠিকমতো কাজ করে না। কাজের প্রয়োজনে এদিক-ওদিক কারসর সরানোর জন্য বা কোনো কমান্ড ঠিক করার সময় নাড়াতে গেলে ঠিকঠাক নড়ে না। ভারী লাগে বা যত দ্রুত কাজটি করতে চাই, সেটা সম্ভব হয়ে ওঠে না। তখন কাজে দেরি হয়ে যায় এবং বিরক্তিও আসে।।
আবার যদি কেউ গেমিং করার জন্য মাউস কিনতে চান, সে ক্ষেত্রে সাধারণ মানের মাউস দিয়ে গেমিং করা সম্ভব নয়। এ জন্য গেমিং মাউস কেনাই ভালো। এ ধরনের মাউস তৈরিই করা হয় গেমিংয়ের প্রয়োজন বিবেচনায় রেখে।
কম্পিউটারের মাউস বিষয়টির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। মাউস নানা রকমের হয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না কাজের জন্য ঠিক কোন ধরনের মাউস ব্যবহার করতে হবে। কোন কাজে কোন মাউসটি আপনার কাজের সহায়ক হবে সবচেয়ে বেশি, সেটা জানা থাকলে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না।
আপনার কাজের ধরন অনুযায়ী ঠিক করে নিতে হবে মাউস কেনার জন্য বাজেট কেমন হবে। তারযুক্ত এবং তার ছাড়া মাউস কিনতে পাওয়া যায়। ওয়্যারলেস বা তার ছাড়া মাউস ব্যবহারে কাজের কিছু সুবিধা দিলেও কিছু ত্রুটি থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন। বেশির ভাগ ওয়্যারলেস মাউস ব্যবহার করার জন্য একটি ডঙ্গল দরকার হয়।
এ ছাড়া আছে ব্লু-টুথ মাউস। এটি ব্লু-টুথ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়। ওয়্যারলেস মাউস আর ব্লু-টুথ মাউস প্রায় একই কাজ করে। তবে যেসব ডিভাইসে ব্লু-টুথ নেই বা যে কম্পিউটারে অভ্যন্তরীণ ব্লু-টুথ রিসিভার নেই, সেগুলোতে ইউএসবি রিসিভারের মাধ্যমেও ব্লু-টুথ মাউস।
প্রতিদিনের ব্যবহারের জন্য সাধারণ সেনসিটিভিটির বা অপটিক্যাল মাউস হলেই কাজ চালিয়ে নেওয়া যাবে। আর যদি একটু ইলাস্ট্রেশন বা আর্টের কাজ করতে হয়, সে ক্ষেত্রে মাউসের সেনসিটিভিটি একটু বেশি হলে ভালোভাবে কাজ করা যায়। কেননা মাউস অনেক সময় ঠিকমতো কাজ করে না। কাজের প্রয়োজনে এদিক-ওদিক কারসর সরানোর জন্য বা কোনো কমান্ড ঠিক করার সময় নাড়াতে গেলে ঠিকঠাক নড়ে না। ভারী লাগে বা যত দ্রুত কাজটি করতে চাই, সেটা সম্ভব হয়ে ওঠে না। তখন কাজে দেরি হয়ে যায় এবং বিরক্তিও আসে।।
আবার যদি কেউ গেমিং করার জন্য মাউস কিনতে চান, সে ক্ষেত্রে সাধারণ মানের মাউস দিয়ে গেমিং করা সম্ভব নয়। এ জন্য গেমিং মাউস কেনাই ভালো। এ ধরনের মাউস তৈরিই করা হয় গেমিংয়ের প্রয়োজন বিবেচনায় রেখে।
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে