সৌদি ফেরত হেন্ডারসনের ‘অভিষেক’ও হয়ে গেল
এ মৌসুমের শুরুতে সৌদি আরবে যাওয়ার ধুম পড়েছিল ফুটবলারদের মধ্যে। ইউরোপ ছেড়ে করিম বেনজেমা, নেইমার, জর্ডান হেন্ডারসন, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, ফাবিনহো, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজের মতন তারকা যোগ দেন সৌদি প্রো লিগে।