Ajker Patrika

টানা জয়ে নেইমারের ক্লাবের বিশ্ব রেকর্ড

টানা জয়ে নেইমারের ক্লাবের বিশ্ব রেকর্ড

পিএসজি ছেড়ে বিপুল অঙ্কের চুক্তিতে গত বছর সৌদি ফুটবলে যোগ দেন নেইমার। নাম লেখান আল হিলালে। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তারপরও থেমে নেই আল হিলালের জয়রথ। এবার তো বিশ্ব রেকর্ডই গড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।

কি সেই রেকর্ড? শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে টানা জয়ের নতুন মাইলফলক ছুঁয়েছে আল হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত হোর্হে জেসুসের শিষ্যরা। জেদ্দায় গতরাতে কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে স্বদেশি ক্লাব আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়েছে আল হিলাল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালও নিশ্চিত করেছেন আলেক্সান্দার মিত্রোভিচ-ম্যালকম-কালিদু কুলিবালিরা।

টানা জয়ের আগের রেকর্ডটি ছিল দ্য নিউ সেইন্টের। ওয়েলশের ক্লাবটি ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জিতেছিল। বর্তমানে ক্রিমরো প্রিমিয়ারে খেলা দলটি ভেঙেছিল ১৯৭১-৭২ সালে ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইয়ের আয়াক্সের টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কোনো ক্লাবই নেই সর্বোচ্চ টানা জয়ের তালিকার উপরের সারিতে। এ তালিকায় চতুর্থ স্থানে আয়াক্সই। ডাচ ক্লাবটি ১৯৯৪-৯৫ মৌসুমে ২৫ ম্যাচ জিতেছিল। এরপরে আছে কোরিতিবা। ২০১১ সালে ২৪ ম্যাচ জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ষষ্ঠ স্থানে থাকা বায়ার্ন মিউনিখ ২০১৯-২০ মৌসুমে ২৩ ম্যাচ ও সপ্তম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২০১৪-১৫ মৌসুমে ২২ ম্যাচ জিতেছিল টানা।

এএফসি চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি সৌদি প্রো লিগ জয়েরও স্বপ্ন দেখছে আল হিলাল। ১৮ বার সৌদি আরব ফুটবলের চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে লিগে সবার শীর্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত