Ajker Patrika

সৌদি ফেরত হেন্ডারসনের ‘অভিষেক’ও হয়ে গেল

সৌদি ফেরত হেন্ডারসনের ‘অভিষেক’ও হয়ে গেল

এ মৌসুমের শুরুতে সৌদি আরবে যাওয়ার ধুম পড়েছিল ফুটবলারদের মধ্যে। ইউরোপ ছেড়ে করিম বেনজেমা, নেইমার, জর্ডান হেন্ডারসন, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, ফাবিনহো, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজের মতন তারকা যোগ দেন সৌদি প্রো লিগে। 

তবে মৌসুমের মাঝপথে গুঞ্জন উঠে, তাঁদের বেশ কয়েকজন ছাড়তে পারেন মরুর ফুটবল। সেটি ঘটেছেও। এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে সৌদি ছেড়েছেন জর্ডান হেন্ডারসন। লিভারপুল ছেড়ে আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন ৩৩ বছর মিডফিল্ডার। তবে ৬ মাসের কম সময়ের মধ্যে আল ইত্তিফাকের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি। 

গত ১৮ জানুয়ারি সৌদি থেকে ফিরে হেন্ডারসন যোগ দেন ডাচ ক্লাব আয়াক্সে। গতকাল ইরেদিভিসিতে অভিষেকও হয়ে গেল ইংলিশ তারকার। সেটিও আয়াক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও এ মৌসুমের লিগ টেবিলে শীর্ষে থাকা পিএসভি আইন্দোফেনের বিপক্ষে। নিজেদের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এগিয়ে গিয়েও আয়াক্স ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। শুরুর একাদশে মাঠে নামা হেন্ডারসন খেলেছেন পুরো সময়। 

ডাচ ফুটবলে অভিষেকটা আরও আগেই হতে পারত হেন্ডারসনের। তবে ‘ওয়ার্ক পারমিটের’ জন্য অপেক্ষা করতে হওয়ায় সাবেক লিভারপুল অধিনায়ককে এত দিন অপেক্ষা করতে হয়েছে। আয়াক্সের হয়ে তাঁর অভিষেক দেখেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট। সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ। সেই কারণে হয়তো শিষ্যের খেলা দেখা ইংলিশ কোচের। হেন্ডারসন তাঁর পরিকল্পনায় থাকবেন কিনা সেটি জানা যাবে ভবিষ্যতে। সাবেক লিভারপুল তারকার সৌদি ফুটবলে যোগ দেওয়া ও ফেরত আসার ঘটনা বেশ আলোড়ন তুলেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত