Ajker Patrika

‘মেসি, মেসি’ স্লোগানের জবাব কীভাবে দিলেন রোনালদো 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৭: ৫২
‘মেসি, মেসি’ স্লোগানের জবাব কীভাবে দিলেন রোনালদো 

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা—এ নিয়ে দুই ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে আলোচনা যেন থামার নয়। দুজনে ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেলেও সেটার রেশ এখনো রয়ে গেছে। সৌদি প্রো লিগেও দেখা গেছে একই চিত্র।

২০২৩-২৪ মৌসুমের শুরুতে সৌদি প্রো লিগে টানা ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আল-নাসর। এরপর সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল তারা। পরাজয় শব্দটি যেন ক্রিস্টিয়ানো রোনালদোর দলের অভিধান থেকে একরকম হারিয়েই গিয়েছিল। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে হারের স্বাদ পায় আল-নাসর। আল-নাসরকে ৩-০ গোলে হারিয়েছে আল-হিলাল। আল-নাসর হারার দিন ঘটেছে এক মজার ঘটনা। প্রথমার্ধের খেলা শেষে যখন মাঠ ছাড়ছিলেন রোনালদো, তখন আল-হিলালের ভক্ত-সমর্থকেরা তাঁকে (রোনালদো) উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ নামে স্লোগান দেন। ভক্ত-সমর্থকদের স্লোগানে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ হারাননি। বরং গ্যালারির উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়েছেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন উড়ন্ত চুমুর ভিডিও ভাইরাল হয়ে যায়। 

প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর ৬৪ মিনিটে প্রথম গোল করেন আল-হিলালের মিডফিল্ডার সার্জেচ মিলিনকোভিচ সাভিচ। এরপর শেষের দিকে দলটির স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ ৮৯ মিনিটে ও অতিরিক্ত সময়ের ২ মিনিটে জোড়া গোল করেন, যার মধ্যে মিত্রোভিচের ৮৯ মিনিটের গোলে অ্যাসিস্ট করেন সালেম আল দাওসারি। আর অতিরিক্ত সময়ের ২ মিনিটে করা গোলে অ্যাসিস্ট করেন মিলিনকোভিচ সাভিচ। এর আগে মিলিনকোভিচ সাভিচের গোলে অ্যাসিস্ট করেন সৌদ আবদুল হামিদ। ৩-০ গোলের জয়ে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল-হিলাল। দ্বিতীয় স্থানে থাকা আল-নাসর সমান ১৫ ম্যাচ খেলে পেয়েছে ৩৪ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত