Ajker Patrika

সৌদিতে নিজের জাদুঘরে গিয়ে কী দেখলেন রোনালদো 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০: ৩০
সৌদিতে নিজের জাদুঘরে গিয়ে কী দেখলেন রোনালদো 

সৌদি আরবের ক্লাব আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার এক বছরও সময় পেরোয়নি। সৌদিতে এসে শুরুতে তিনি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন। এরপর সময় যত গড়িয়েছে, পর্তুগিজ ফরোয়ার্ড যেন সৌদির মানুষের মন জয় করে নিচ্ছেন। 

আল-আওয়াল পার্কে গত পরশু রাতে সৌদি প্রো লিগে চোখধাঁধানো ২টি গোল করেন রোনালদো। এরপর গত রাতে তিনি রিয়াদে ‘সিআরসেভেন সিগনেচার মিউজিয়ামে’ গেছেন। এই জাদুঘরে পর্তুগিজ ফরোয়ার্ডের ক্যারিয়ারের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত দেখানো হয়েছে। সেখানে গিয়ে ভক্ত-সমর্থকদের সঙ্গে ফুটবল খেলেছেন। তাঁর সেই চিরপরিচিত ‘সিউ’ উদ্‌যাপন করেছেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড নিজের জাদুঘরে ভ্রমণের মুহূর্তগুলোর ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। রোনালদো ক্যাপশন দিয়েছেন, ‘এই হলো আমার গল্প। মাদেইরা থেকে সৌদি আরব। আমার ‘সিআর সেভেন সিগনেচার মিউজিয়াম’ এখন রিয়াদেও চালু হয়েছে।’ তাঁর জন্মভূমি পর্তুগালের মাদেইরা থেকে পুরো বিশ্বে যে খ্যাতি রয়েছে, এটাই যেন ক্যাপশনে বুঝিয়ে দিয়েছেন তিনি। এর আগে সৌদির রাজকীয় পোশাকে ছবি তুলতে দেখা গেছে রোনালদোকে।

আল-নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ১৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৮ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে সৌদি প্রো লিগে ১৫ গোল করে এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনি। আর সৌদি ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৭ ম্যাচে তিনি করেছেন ৩২ গোল এবং ১১ গোলে অ্যাসিস্ট করেছেন। 

এছাড়া বিশ্বজুড়ে রোনালদোর বেশ কিছু মোমের মূর্তি রয়েছে, যার একটি হচ্ছে মাদাম তুসোতে। ২০২২ বিশ্বকাপের ঠিক আগে আগে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এক মোমের মূর্তি উন্মোচন করা হয়েছিল। ২০১৫ সালে তিনি মাদ্রিদে তাঁর বাড়িতে ২০ হাজার পাউন্ড খরচ করে একটি মোমের মূর্তি কিনেছিলেন, বাংলাদেশি মুদ্রায় তা ২৭ লাখ ৬৯ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত