Ajker Patrika

এ কী হাল নেইমারের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ০৮
এ কী হাল নেইমারের

দীর্ঘ চার মাস পর আল হিলালে ফিরেছেন নেইমার। দুই দিন আগে ব্রাজিলিয়ান তারকা সৌদি আরবে ফেরায় তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ক্লাব কর্মকর্তারা। তবে ক্লাব কর্মকর্তারা হাসিমুখে নেইমারকে বরণ করে নিলেও তাঁর ফিটনেস নিয়ে খুশি নন সমর্থকেরা। 

তাই তো ফুটবলকে দেওয়ার মতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এখনও অনেক কিছু বাকি থাকলেও নেইমারকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছেন সমর্থকেরা। ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের বর্তমান ফিটনেস নিয়েই এমন মন্তব্য করছেন সমর্থকেরা। গত অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার সময় বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। পরে অস্ত্রোপচারের পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। 

এখনও সেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন নেইমার। পুরোপুরি সুস্থ হতেই সৌদি আরবের ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। অনুশীলন করার সময় দেখা যায় তাঁর শরীরের ওজন অসম্ভব রকমের বেড়ে গেছে। সঙ্গে ভুঁড়িও। অথচ, ক্যারিয়ারের শুরুর দিকে কী লিকলিকে চেহারা ছিল তাঁর। অনুশীলনের সেই ভুঁড়িওয়ালা ছবি দিয়েই তাঁকে এখন বিদ্রূপ করা শুরু করেছেন সমর্থকেরা। 

নেইমারকে অবসর নিয়ে ঘোড় দৌড়ে মনোযোগ দিতে জানিয়েছেন রিচি টিএম নামের নেটিজেন। তিনি লিখেছেন, ‘নেইমারের উচিত হবে ফুটবল থেকে অবসর নিয়ে ঘোড় দৌড়ে মনোযোগ দেওয়া।’ জনপ্রিয় খেলা বাস্কেটবলকে নিয়ে মিমস করা এনবিএ মিমস লিখেছে, ‘নেইমার এখন জেমস হার্ডেনের ডায়েটে আছে।’ লস অ্যাঞ্জেলেস ক্লিপারসের দীর্ঘদেহী খেলোয়াড় হার্ডেন। 

আঙ্কেলকিজ নামে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন,‘নেইমারকে বনবিড়ালের মতো দেখাচ্ছে।’ আইকনিক ব্ল্যাঙ্কো নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্টে দেখে এমন মন্তব্য করেছেন আঙ্কেলকিজ। যেখানে ৩৬ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবং ৩২ বছর বয়সী নেইমারের পাশাপাশি ছবি শেয়ার করা হয়েছে। এসজেও পুট নামের আরেক নেটিজেন লিখেছে, ‘ব্রাজিলিয়ান কিংবদন্তিদের সঙ্গে কী হচ্ছে?’ পাশাপাশি নেইমার এবং ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রোনালদো নাজারিও ছবি শেয়ার করেছেন তিনি।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ওজন বেড়ে গেছে নেইমারের। ছবি: এক্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত