টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১
টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে