সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসরের হারের রেশ এখনো কাটেনি। হারের হতাশা তৎক্ষণাৎ প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ক্ষত না শুকাতেই রোনালদোর দলকে ফিরতে হলো মাঠের খেলায়। এবারও জয় পাওয়া হলো না আল নাসরের।
আল আওয়াল স্টেডিয়ামে গতকাল ২০২৪-২৫ সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আল নাসর। পরিসংখ্যান বলছে, আল রায়েদের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর দল। ৭৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নেয় ৮ শট। রোনালদো নিজেও গোল করেন। যেটা তাঁর সৌদি প্রো লিগে ৫০তম গোল। তবে রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচ নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
আল নাসর-আল রায়েদের ম্যাচে যেন দুই দলই শক্তিনির্ভর ফুটবল খেলায় মেতেছিল। ১২ ও ১০ ফাউল করে আল নাসর ও আল রায়েদ। রেফারিকেও ঘন ঘন কার্ড দেখাতে হয়েছে। ১৬ মিনিটে আল রায়েদ ডিফেন্ডার মুবারক আল রাজেহ দেখেছেন হলুদ কার্ড। এই যে কার্ডের সূচনা হলো, সেই ধারাবাহিকতায় ২০ ও ২৭ মিনিটে মুবারকের দুই সতীর্থ খালিদ মোহাম্মদ আল সুবাই ও মোহাম্মদ সালেম আল দাওসারি। কার্ড বন্যার মধ্যেই ম্যাচে গোলমুখ খোলে আল নাসর। ৩৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে পাস রিসিভ করে হেডে মাইলফলকের সেই গোল করেন রোনালদো।
প্রথমার্ধের শেষেই ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখে আল নাসর। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ষষ্ঠ মিনিটে দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে দেখানো হয় হলুদ কার্ড। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই সমতায় ফেরে আল রায়েদ। তাতে আল নাসর ডিফেন্ডার অ্যায়মেরিক লাপোর্তের দায় রয়েছে। ৪৮ মিনিটে আল রায়েদের মিডফিল্ডার মোহামেদ ফুজাইরকে ট্যাকল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান লাপোর্তেকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে লাল কার্ডকে হলুদ কার্ডে পরিণত করা হয়। পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ফুজাইর।
ম্যাচে কোনো লাল কার্ড না দেখা গেলেও হলুদ কার্ড দেখা গেছে ৮টি, যার মধ্যে আল নাসর পেয়েছে ৩ হলুদ কার্ড এবং ৫টি দেখেছে আল রায়েদ। ফুজাইর সমতাসূচক গোলের পর আর কোনো দলই লক্ষ্য ভেদ করতে পারেনি। ১-১ গোলের ড্রয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করল আল নাসর ও আল রায়েদ।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। সৌদি ক্লাবটিতে দেড় বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে করেছেন ৬১ গোল ও অ্যাসিস্ট করেন ১৬ গোলে। যেখানে সৌদি প্রো লিগেই করেন ৫০ গোল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলেন ৪৮ ম্যাচ।
সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসরের হারের রেশ এখনো কাটেনি। হারের হতাশা তৎক্ষণাৎ প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ক্ষত না শুকাতেই রোনালদোর দলকে ফিরতে হলো মাঠের খেলায়। এবারও জয় পাওয়া হলো না আল নাসরের।
আল আওয়াল স্টেডিয়ামে গতকাল ২০২৪-২৫ সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আল নাসর। পরিসংখ্যান বলছে, আল রায়েদের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর দল। ৭৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নেয় ৮ শট। রোনালদো নিজেও গোল করেন। যেটা তাঁর সৌদি প্রো লিগে ৫০তম গোল। তবে রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচ নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
আল নাসর-আল রায়েদের ম্যাচে যেন দুই দলই শক্তিনির্ভর ফুটবল খেলায় মেতেছিল। ১২ ও ১০ ফাউল করে আল নাসর ও আল রায়েদ। রেফারিকেও ঘন ঘন কার্ড দেখাতে হয়েছে। ১৬ মিনিটে আল রায়েদ ডিফেন্ডার মুবারক আল রাজেহ দেখেছেন হলুদ কার্ড। এই যে কার্ডের সূচনা হলো, সেই ধারাবাহিকতায় ২০ ও ২৭ মিনিটে মুবারকের দুই সতীর্থ খালিদ মোহাম্মদ আল সুবাই ও মোহাম্মদ সালেম আল দাওসারি। কার্ড বন্যার মধ্যেই ম্যাচে গোলমুখ খোলে আল নাসর। ৩৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে পাস রিসিভ করে হেডে মাইলফলকের সেই গোল করেন রোনালদো।
প্রথমার্ধের শেষেই ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখে আল নাসর। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ষষ্ঠ মিনিটে দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে দেখানো হয় হলুদ কার্ড। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই সমতায় ফেরে আল রায়েদ। তাতে আল নাসর ডিফেন্ডার অ্যায়মেরিক লাপোর্তের দায় রয়েছে। ৪৮ মিনিটে আল রায়েদের মিডফিল্ডার মোহামেদ ফুজাইরকে ট্যাকল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান লাপোর্তেকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে লাল কার্ডকে হলুদ কার্ডে পরিণত করা হয়। পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ফুজাইর।
ম্যাচে কোনো লাল কার্ড না দেখা গেলেও হলুদ কার্ড দেখা গেছে ৮টি, যার মধ্যে আল নাসর পেয়েছে ৩ হলুদ কার্ড এবং ৫টি দেখেছে আল রায়েদ। ফুজাইর সমতাসূচক গোলের পর আর কোনো দলই লক্ষ্য ভেদ করতে পারেনি। ১-১ গোলের ড্রয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করল আল নাসর ও আল রায়েদ।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। সৌদি ক্লাবটিতে দেড় বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে করেছেন ৬১ গোল ও অ্যাসিস্ট করেন ১৬ গোলে। যেখানে সৌদি প্রো লিগেই করেন ৫০ গোল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলেন ৪৮ ম্যাচ।
ব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
১ ঘণ্টা আগেঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
২ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে